Radio jockey Lyrics Song Is Sung by Rupam Islam from Fossils Bengali Band. Radio jockey Lyrics Written by Rupam Islam.
Radio jockey Song By Rupam Islam:
• Song: Radio Jockey
• Album: Aami
• Lyrics, Composition, Vocal: Rupam Islam
• Music Production and Guitars: Amyt Datta
• Recording, Mixing & mastering: Prasenjit (Pom) Chakrabutty at Working Class Zero
Radio Jockey song lyrics In Bengali:
জেগে সারারাত, কখন হয়েছে প্রভাত
আমি বুঝিনি বলেই আর খুলিনি রেডিও
প্রাতঃস্মরণীয়, আমার শুভেচ্ছা নিও
তোমার সাবলীলতায় ব্রেকফাস্ট শো জমিও
জানি যন্ত্রের ঘেরাটোপে এখন যন্ত্র তোমার মন
কোনো মন্ত্রবলে যন্ত্রণাহীন ফুরফুরে জীবন
আর তাই আহ্লাদী উৎসাহে ধরছো আমজনতার phone
তোমার ফালতু বুকনি ছাঁকছে সবার মন কেমন কেমন
হায় রে ভার্চুয়াল সখি
সাধের রেডিও জকি
ঠকিও না
নিজেকে নিশি উদযাপনে
হাই সোসাইটির সম্মোহনে
বিকিও না
ভিআইপি পাপীর খুচরো প্রেমে
আসল সোনা গচ্চা
দিও না
ওহ, ক্রসরোড -এ ঘনায় সন্ধ্যে
টু বি অর নট টু বি -‘র দ্বন্দ্বে
চেনা ফ্রেকুএঞ্চি -‘র ধন্ধে
বৃথা পথ হারিও না
জানি তোমার সঙ্গে মৈত্রীচুক্তি হয়েছে বাতিল
ব্যস্ত স্টুডিও -তে এখন তুমি, বন্ধ মোবাইল
কে ফের সন্দেহের ঢিলটা ছুড়ে দিচ্ছে ভেঙে দিল
আমার প্রেমের তাজমহলে ঢোকে প্রেমিকার কানিল
তুমি গেছো ফেলে হেলায় তোমার প্রিয় বিনোদন
প্রেম-ব্যবসায়ী মগজে বেকার অরণ্যে রোদন
তোমার অঙ্কের শীতলতাকে দোষী বলা যাবে কি?
থেকো রেডিও তেই এক্টিভ
থেকো রেডিও তেই এক্টিভ
থেকো রেডিও তেই এক্টিভ
পারফেক্ট রেডিও জকি
হায় রে ভার্চুয়াল সখি
সাধের রেডিও জকি
ঠকিও না
নিজেকে নিশি উদযাপনে
হাই সোসাইটির-‘র সম্মোহনে
বিকিও না
ভিআইপি পাপীর খুচরো প্রেমে
আসল সোনা গচ্চা
দিও না
ওহ, ক্রসরোড -এ ঘনায় সন্ধ্যে
টু বি অর নট টু বি -‘র দ্বন্দ্বে
চেনা ফ্রেকুএঞ্চি -‘র ধন্ধে
বৃথা পথ হারিও না