Jiggasha Lyrics song Sung by Mahtim Shakib. Music Composed by Tasnuva N Rahman. Video Director is Mahtim Sakib himself. Download Jiggasha mp3 song Lyrics by Mahtim Shakib in Bangla and English Font.
Jiggasha Lyrics by Mahtim Shakib :
- Song : Jiggasha
- Lyrics n’ Tune : Mahtim Shakib
- Music : Tasnuv | Bulet | Shuvo
- Mix and Master : Tasnuv N Rahman
- Video Director: Mahtim Sakib
Jiggasha Song Lyrics In Bengali :
শোন একটা প্রশ্ন তোমার কাছে
আমি কি তোমার হতে পারি?
তোমার নামে নামটা জুড়ে দিয়ে
হয়ে যেতে চাই একান্ত তোমারি।
উদাসী মন তোমার গানে
শত জিজ্ঞাসার অনুমানে,
সুরে সুরে দুটি প্রাণে
ভালোবাসা কাছে টানে,
কাছে টানে।
বেনামী হাজার চিন্তা
প্রতি প্রহরে,
রাত’দুপুর সময় না জেনে
আমায় ঘিরে ধরে।
হাজার কাজের মাঝে
তুই যে মনে বাজে
দেখতে চাই তোমায় নজরে।
উদাসী মন তোমার গানে
শত জিজ্ঞাসার অনুমানে,
সুরে সুরে দুটি প্রাণে
ভালোবাসা কাছে টানে,
কাছে টানে।
জিজ্ঞাসা গান মাহতিম শাকিব:
Shono ekta proshno tomar kache
Ami ki tomar hotey pari
Tomar namey naam ta jure diye
Hoye jete chai ekanto tomari
Udashi mon, tomar gaane
Shoto jiggasha, kon mane
Surey surey duti prane
Bhalobasa kache tane..
Benami hazar chinta, proti prohore
Ratdupur somoy na jene,
Amay ghire dhore
Hazar kajer majhe, tui je Mone baje
Dekhte chai tomay nojore…