Rajkumari song
- Singer : Arman Alif
- Lyric & Tune : SD Rafiq
- Music : Sahriar Rafat
- Cast : Arman Alif & Sumaiya Khandokar
- DOP : Sohel Khan
- Edit & Color : Xahidul islam Choyon
- Directed By Saiful islam Roman
- Co-Ordinated By : Isha Khan Duray
- Language : Bangla
- Label : Agniveena
Rajkumari Lyrics
প্রতি রাতে তোর স্বপ্ন গুলো বৃষ্টি হয়ে ঝড়ে
তোর করা খুনসুটি গুলো, অনেক মনে পরে
তোর দেখার পথটা দরে, আজো একলা হাটি
তোর শহর যে অন্য কারো, অনেক পরিপাটি
ও রাজকুমারী, বাহো অন্যের তরি
একা কষ্টের ছায়ায়, পুরে আমি মরি
ও রাজকুমারী, হাতে অন্যের চুরি
যে হাতে ছিলো হয়ে নাটাই ঘুরি
অই তোর নামে, চুলের ঘ্রানে
বেহায়া মন আজো পিছু টানে
তুই চাইলে বল, নিবো মেঘের দল
জানি হবার নয়, শহর বেদখল
দুঃখ দিয়ে চলে যাবি,
তবে কেন প্রেম শেখালি
ও রাজকুমারী, বাহো অন্যের তরি
একা কষ্টের ছায়ায়, পুরে আমি মরি
ও রাজকুমারী, হাতে অন্যের চুরি
যে হাতে ছিলা হয়ে নাটাই ঘুরি
তুই অনেক রাগী, ডোলা গিটারের সুর
তুই একাই করে দিতি ফাকা, শহরটা ভরপুর
সেই তুই কি করে,
মুখ লুকিয়ে অনেক হাসিস, অন্য জনের সাথে
দুই হাতে তুই সুখ যে উড়াস, আমি দুঃখ বিখারী
ও রাজকুমারী, বাহো অন্যের তরি
একা কষ্টের ছায়ায়, পুরে আমি মরি
ও রাজকুমারী, হাতে অন্যের চুরি
যে হাতে ছিলা হয়ে নাটাই ঘুরি
প্রতি রাতে তোর স্বপ্ন গুলো বৃষ্টি হয়ে ঝড়ে
তোর করা খুনসুটি গুলো, অনেক মনে পরে
তোর দেখার পথটা দরে, আজো একলা হাটি
তোর শহর যে অন্য কারো, অনেক পরিপাটি
ও রাজকুমারী, বাহো অন্যের তরি
একা কষ্টের ছায়ায়, পুরে আমি মরি
ও রাজকুমারী, হাতে অন্যের চুরি
যে হাতে ছিলো হয়ে নাটাই ঘুরি