Pakhi Fire Ay Nare Lyrics – Arman Alif

12

Pakhi Fire Ay Nare Lyrics bengali song Singer: Arman Alif Lyrics & Tune: Arman Alif Music: Ahmed Sajeeb Cast: SA Opu, Rimy & Mashrafe.

Pakhi Fire Ay Nare Song Details :

  • Song: Pakhi Fire Ay Nare
  • Singer: Arman Alif
  • Lyrics & Tune: Arman Alif
  • Music: Ahmed Sajeeb

Pakhi Fire Ay Nare Lyrics In Bengali :

মানুষ নিজের জিবন চায় যে করে
তেমন করে চাইলাম তোরে
তবু বন্ধু আমার হইলি না
তুই না থাকলে নেশা ধরবো
মরার আগে হাজার বার মরবো
তা জাইনাও তুই রইতে পারলি না
তোর অভাব টা বিষের মতো
আমার মাঝে বাড়ায় ক্ষতো
তোর মতো কেউ এই আমায়
আর ভালোবাসলো না রে পাখি
ফিরে আয় না রে আমার আত্মা টা কানদে
তোর কারনে আমার গিটার দুখের গান বান্ধে
ফিরে আয় না রে আমার আত্মা টা কানদে
তোর কারনে আমার গিটার দুখের গান বান্ধে
তোরে ভেবে তামাক পোড়াই
সন্ধা বেলা ধোয়া উড়াই
মন্দ পরিচয় পোড়ায় এই আমার মন
আয় দেখে যা কেমন আছি
মরন সাথে লইয়া বাচি
আমার লাশ টা দেখার জন্য রইলো নিমন্ত্রণ
তুই অসুখ তুই ওষধ
নিলি কোন পাপের প্রতিশোধ
ভালোবাসা এমন হয় জানলে
ভালোবাসতাম না রে পাখি
ফিরে আয় না রে আমার আত্মা টা কানদে
তোর কারনে আমার গিটার দুখের গান বান্ধে
পাখি ফিরে আয় না রে আমার আত্মা টা কানদে
তোর কারনে আমার গিটার দুখের গান বান্ধে
তুই নাকি আর আমার আর নাই
কার বাসরে নিলি রে ঠাই
কার আদরে ভুললি রে তুই এই পাগলে নাম
তুই দেখি সবার মতো
খুজলি শুধু নিজের স্বাথ
বুঝলি নারে বুঝলি নারে
এই মনের কান্দন
তোর অভাব টা বিষের মতো
আমার মাঝে বাড়ায় ক্ষতো
তোর মতো কেউ এই আমায়
আর ভালোবাসলো না রে পাখি
পাখি ফিরে আয় না রে আমার আত্মা টা কানদে
তোর কারনে আমার গিটার দুখের গান বান্ধে

Previous articleMitthye Swapno Lyrics – Anupam Roy
Next articleSeje Tumi Kone Betha Dile Mone Lyrics – Tafsir Sharon