Rum Jhum Jhum Jhum Lyrics Nazrul Geeti :
Rum Jhum Jhum Jhum Nazrul Geeti Is Sung by Iman Chakraborty. Song Lyrics In Bengali Written by Kazi Nazrul Islam. Previously This Song Is Sung by Asha Bhosle And Usha Uthup. Rum Jhum Jhum Jhum Male Version Song is Sung by Shaan from Khuji Taare Bengali Nazrul Geeti Album.
- Song : Rum Jhum Jhum Jhum
- Lyrics & Composition : Kaji Nazrul Islam
- Singer : Iman Chakraborty
- Domain Expert : Devajit Bandyopadhyay
- Music Arrangement : Ablu Chakraborty
- Sound Recording and Mixing : Bobbie Prasad
- Music Video Direction : Sandipan Sengupta
- Production & Post Production : Limelight Film Makers
- AN ABP ONE PRODUCTION
- Label : Cadbury Gaane Mishti
Rum Jhum Jhum Jhum Song Lyrics In Bengali :
রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম
রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম
খেজুর পাতার নুপুর বাজায়ে কে যায়, যায়
খেজুর পাতার নুপুর বাজায়ে কে যায়, যায়,
রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম
রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম।
ওড়না তাহার ঘূর্ণী হাওয়ায় দোলে
ওড়না তাহার ঘূর্ণী হাওয়ায় দোলে,
কুসুম ছড়ায় পথের বালুকায়
কুসুম ছড়ায় পথের বালুকায়,
রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম
রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম।।
তার ভুরুর ধনুক বেঁকে ওঠে
তনুর তলোয়ার,
সে যেতে যেতে ছড়ায় পথে
পাথর কুচির হার।
তার ভুরুর ধনুক বেঁকে ওঠে
তনুর তলোয়ার,
সে যেতে যেতে ছড়ায় পথে
পাথর কুচির হার।
তার ডালিম ফুলের ডালি
গোলাপ গালের লালি,
ঈদের চাঁদও চায়,
তার ডালিম ফুলের ডালি
গোলাপ গালের লালি,
ঈদের চাঁদও চায়।
রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম
রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম
খেজুর পাতার নুপুর বাজায়ে কে যায়, যায়
খেজুর পাতার নুপুর বাজায়ে কে যায়, যায়,
রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম
রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম।।
আরবী ঘোড়ায় সওয়ার হয়ে
বাদশাজাদা বুঝি,
সাহারাতে ফেরে, কোন মরীচিকায় খুঁজি।
আরবী ঘোড়ায় সওয়ার হয়ে
বাদশাজাদা বুঝি,
সাহারাতে ফেরে, কোন মরীচিকায় খুঁজি।
কত তরুণ মুসাফির পথ হারালো হায়
কত তরুণ মুসাফির পথ হারালো হায়,
কত বনের হরিণ মরে, তারি রূপ তৃষায়
কত বনের হরিণ মরে, তারি রূপ তৃষায়।
রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম
রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম
খেজুর পাতার নুপুর বাজায়ে কে যায়, যায়
খেজুর পাতার নুপুর বাজায়ে কে যায়, যায়
ওড়না তাহার ঘূর্ণী হাওয়ায় দোলে
ওড়না তাহার ঘূর্ণী হাওয়ায় দোলে,
কুসুম ছড়ায় পথের বালুকায়
কুসুম ছড়ায় পথের বালুকায়,
রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম
রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম।।