Sei Raate Raat Chilo Purnima Lyrics is a Bengali cover song by Somdeep. It is a love song. Music given for that song is Kishore Kumar and the Sei Raate Raat Chilo Purnima Lyrics written by the Shibdas Banerjee.
Song Credits To :
- Song : Sei Raate Raat Chhilo Purnima
- Cover Singer : Somdeep
- Music Director : Kishore Kumar
- Lyricist : Shibdas Banerjee
- Album : Daake Loke Amake Clown
Sei Raate Raat Chilo Purnima Lyrics In Bengali :
কোন খুশি উর্বশী সেই রাতে
সুর ছিল গান ছিল এই প্রাণে,
ওই দুটি হাত ছিল এই হাতে
কি কথা বলছিলি মন জানে।
সব ভালো লাগছিলো তুমি চিলি তাই
মন ছিল মনেরি ছায়াতে।
সেই রাতে রাত ছিলো পূর্ণিমা
রং ছিল ফাল্গুনী হওয়াতে।
রাত আসে রাত চলে যাই দূরে
সেই স্মৃতি ভুলতে কি আজ পারি,
পুরানো দিন আসে মন জুড়ে
ভালোবাসা হয়েছে ভিকারী।
ধুপ কাঠি মন জলে একা একা তাই
সেই তুমি নেই তুমি নেশাতে।
সেই রাতে রাত ছিলো পূর্ণিমা
রং ছিল ফাল্গুনী হওয়াতে।
সব ভালো লাগছিলো চন্দ্রিমা
খুব কাছে তোমাকে পাওয়াতে।