Shob Kothar Ek Kotha Song Is Sung by Imran Mahmudul Bengali Song featuring Mim Mantasha. Music composed by Imran And Bengali Song Lyrics written by Snahashish Ghosh.
- Song : Shob Kothar Ek Kotha
- Vocal & Music : Imran Mahmudul
- Lyrics : Snahashish Ghosh
- Tune : Milon
- Director : Saikat Reza
- Cinematorgraphy : Bikash Saha
- Presents By : Digital Solution
- Music on : Rosogolla
Shob Kothar Ek Kotha Lyrics
সব কথার এক কথা এটাই
পৃথিবীতে শুধু তোকে চাই।
সব কথার এক কথা এটাই
পৃথিবীতে শুধু তোকে চাই,
তোকে চাই।
আর কিছু যে নেই ভাবনায়
এই আমি শুধু তোর হতে চাই,
হতে চাই।
দুটি মনই প্রেমে মাখা,
তবে কেন দূরে থাকা..
সব কথার এক কথা এটাই
পৃথিবীতে শুধু তোকে চাই,
তোকে চাই।
আর কিছু যে নেই ভাবনায়
এই আমি শুধু তোর হতে চাই,
হতে চাই।
মন যে চায় খুব তোকে
কাক ডাকা রোজ ভোরে,
চল না যাই এক হয়ে, সব বাধা জয় করে।
দুটি মনই প্রেমে মাখা,
তবে কেন দূরে থাকা..
সব কথার এক কথা এটাই
পৃথিবীতে শুধু তোকে চাই,
তোকে চাই।
আর কিছু যে নেই ভাবনায়
এই আমি শুধু তোর হতে চাই,
হতে চাই।
আর কত দিন যাবে, তুই ছাড়া এভাবে
চল না যাই এক হয়ে, ভাবুক যে যা ভাবে।
দুটি মনই প্রেমে মাখা,
তবে কেন দূরে থাকা..
সব কথার এক কথা এটাই
পৃথিবীতে শুধু তোকে চাই,
তোকে চাই।
আর কিছু যে নেই ভাবনায়
এই আমি শুধু তোর হতে চাই,
হতে চাই।