Shondha Lyrics – Metrolife Band – Diprohor Album

120
Shondha Lyrics
  • Song Name : Shondha
  • Band Name : Metrolife
  • Album Name : Diprohor
  • Vocal And Lyrics : Mehedi Hasan Ayon
  • Tune and Composition : Mehedi Hasan Ayon,
  • Zunaed Hossain Niloy And Eshan Dhrubo
  • Guitars : Zunaed Hossain Niloy And Eshan Dhrubo
  • Bass : Moniruzzaman Maruf
  • Drums : Shovon Ashraf
  • Cinematographer : Sheikh Mohammad Hafiz And Uditya Kumar Sharma
  • Editing and Color : Eshan Dhrubo And Sheikh Mohammad Hafiz
  • Typography and Artwork : Ayonic Artbaksho
  • Drone Shot : Kazi Wahid
  • Sponsored by : Heavy Metal T Shir

Shondha Song Lyrics In Bengali :

আকাশজোড়া মেরুন আলোয়
রাঙিয়ে রাখা মেঘ,
ভেসে আসে নীরবে তার লুকানো আবেগ।
তীব্রভাবে মেশে আমার বিকেলবেলার গানে
শহরমুখী পায়ের ধুলায় হারায় অভিমানে।
যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন
তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন,
যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন
তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন।
ও ও হো হো….
শঙখচিলের ডানায় বেঁধে রঙিন কোনো খামে
বন্দী নাবিক পাঠায় চিঠি প্রিয়তমার নামে,
শঙখচিলের ডানায় বেঁধে রঙিন কোনো খামে
বন্দী নাবিক পাঠায় চিঠি প্রিয়তমার নামে,
চলতি পথিক মফস্বলের নিয়ন আলোয় থামে
ঝাপসা মলিন দু’চোখ জুড়ে অগ্রহায়ণ নামে।
যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন
তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন,
যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন
তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন।
উড়তি জোনাক আলোর মিছিল
জ্বালায় করিডোরে,
আমি তখন ভ্রান্ত শামুক
পিছিয়ে বহুদূরে।
উড়তি জোনাক আলোর মিছিল
জ্বালায় করিডোরে,
আমি তখন ভ্রান্ত শামুক
পিছিয়ে বহুদূরে।
এই শহরের অলিগলি
নিত্য আসা যাওয়া,
ধাঁধায় ফেলে ভিনদেশী কোন
অবাক মাতাল হাওয়া।
যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন
তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন,
যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন
তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন।
Previous articleTumi Ki Amari Lyrics – Copy Paste Natok Song
Next articleKeno Amar Holena Lyrics – Shamiul Shezan