Tumi Ki Amari song is sung by Kona & Avraal Sahir. This song is from the Bengali Natok “Copy Paste”. Tumi Ki Amari Lyrics is written and tuned by Avraal Sahir. This song was released on Youtube by Sultan Entertainment on 13 Aug 2023.
Song Details:
Song: Tumi Ki Amari
Singer: Kona & Avraal Sahir
Lyrics & Tune: Avraal Sahir
Music Label: Sultan Entertainment
Drama: Copy Paste
Tumi Ki Amari Lyrics in Bengali:
এভাবে ডাকলে তুমি আমায়,
কাছে না এসে কি থাকতে পারি?
এভাবে জড়ালে তুমি মায়ায়,
জানো না তুমি যে কি আমারি
ফুরবে দিন, দূরে থাকার
সঙ্গ পেলে তোমার
তোকে ছুলেই যেন আমি স্বর্গ ছুঁই
তোকে পেলে আমার চাই না কিছুই
তোকে ছুলে যেন আমি স্বর্গ ছুঁই
তোকে পেলে আমার চাই না কিছুই
সন্ধ্যে হলেই, তোমার উঠনে
জোনাক হয়ে আমি জ্বেলে রব
দক্ষিণা হাওয়ায় ভালোবেসে
প্রেমে মধুর ধুন, গুনগুনাব
ফুরবে দিন, দূরে থাকার
সঙ্গ পেলে তোমার
তোকে ছুলে যেন আমি স্বর্গ ছুঁই
তোকে পেলে আমার চাই না কিছুই
তোকে ছুলেই যেন আমি স্বর্গ ছুঁই
তোকে পেলে আমার চাই না কিছুই
আলসে ভোরে, ঘুম ভাঙ্গাবো
হাসিখুশিতে রোজ হারাবো
তুমি না এলে, জমবে না
মনের গোপন কোথা বলা হবে না
ফুরবে দিন, দূরে থাকার
সঙ্গ পেলে তোমার
তোকে ছুলেই যেন আমি স্বর্গ ছুঁই
তোকে পেলে আমার চাই না কিছুই
তোকে ছুলে যেন আমি স্বর্গ ছুঁই
তোকে পেলে আমার চাই না কিছুই