Shopner Khoj Lyrics Song Is Sung by Shiekh Sadi Featuring: Samira Khan Mahi. Music Composed by Alvee Al Berunee And Song lyrics In Bengali Written by Jhilam Gupta.
Shopner Khoj song info:
- Song: Shopner Khoj
- Singer: Shiekh Sadi
- Lyrics &Tune: Jhilam Gupta
- Music: Alvee Al Berunee
- Mix & Mastered: Alvee Studios
- Direction: Rejaul Raju
- DOP: Johir Rayhan
- Edit: Shamim Hossain
- VFX & Color : Rejaul Raju
- Photographer: Anik Islam
- Production: Black & White Studios
Shopner Khoj Song Lyrics In Bengali :
সবকিছু জেনেও নয় যেন,
পাও কেন ভয়?
প্রেম মানে সৃষ্টি ক্ষতি নয়,
ধরা ছোঁয়া চায়।
কেন তুমি মন নও?
সবকিছু জেনেও নয় যেন,
পাও কেন ভয়?
প্রেম মানে সৃষ্টি ক্ষতি নয়,
ধরা ছোঁয়া চায়।
আমার হৃদয় তুমি নাও
সরে যেতে চাও,
যাচ্ছ যাওয়ার হলে যাও।
আমি তোমাকে নিয়ে মিটিংয়ে মিছিলে
হেঁটে যেতে চাই রোজ,
আমি তোমার চোখে আমার বিপ্লব,
দেখি স্বপ্নের খোঁজ …
বাহিরে নয় ভেতরটায়
আমি খুঁজেছি তোমায়,
মেঘলা রাতে, সব আঘাতে
পেয়েছি তোমায়।
কেন তুমি দূরে?
গল্প উড়ে উড়ে যায়,
শব্দের ঘ্রান
আমার চিরে খুঁড়ে খায়,
সাদা-কালো ঝড়
আমি রোজই কিস্তিমাত,
মন চুরমার
শুধু করেছো আঘাত,
আমার বিস্বাদ বুঝি বিশাল বড়ো
সিগারেটের পোড়া ছাই,
তবু বৃষ্টি নামলে বারান্দাতে
জল ছুঁয়ে দিতে যায় ..