Juboti Radhey Lyrics – Chanchal Chowdhury & Meher Afroz Shaon

342

Juboti Radhey Lyrics by Presenting ‘Juboti Radhey’ Bengali song sung by Chanchal Chowdhury and Meher Afroz Shaon and Music recomposed by Partho Barua.

Juboti Radhey song info:

  • Song: Juboti Radhey
  • Singer: Chanchal Chowdhury and Meher Afroz Shaon
  • Music: Partho Barua
  • Lyrics: Collected
  • Label: IPDC Finance

Juboti Radhey Lyrics Bangla

সর্বত মঙ্গলও রাধে বিনোদিনী রাই,
বৃন্দাবনের বংশীধারী ঠাকুরও কানাই।
একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়
পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়।
জল ভর জল ভর রাধে
ও গোয়ালের ঝি
কলস আমার পূর্ণ কর রাধে বিনোদি।
কালো মানিক হাত পেতেছে
চাঁদ ধরিতে চায়
বামন কি আর হাত বাড়ালে
চাঁদের দেখা পায়?
কালো কালো করিস না লো
ও গোয়ালের ঝি
আমায় বিধাতা করেছে কালো
আমি করব কী?
এক কালো যমুনার জল
সর্ব প্রাণী খায়
আরেক কালো আমি কৃষ্ণ
সকল রাধে চায়।
এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিলো
সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল।
ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল
“মোরলাম মোরলাম”
বলে রাধে জমিনে পড়িলো।
মরবেনা মরবেনা রাধে
মন্ত্র ভালো জানি
দুই এক খানা ঝাড়া দিয়ে বিষ করিবো পানি।
এমনো অঙ্গেরও বিষ যে ঝাড়িতে পারে
সোনার এই যৌবনখানি দান করিবো তারে।
এই কথা শুনিয়া কানাই বিষ ঝারিয়া দিল
ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল।
গৃহবাসে গিয়া রাধে আঁড়ে বিছায় চুল
কদমতলে থাইকা কানাই ফিককা মারে ফুল।
বিয়া নাকি করো কানাই, বিয়া নাকি করো
পরেরও রমণী দেখে জ্বালায় জ্বলে মরো।
বিয়া তো করিবো রাধে,বিয়া তো করিবো
তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাবো?
আমার মত সুন্দর রাধে যদি পেতে চাও
গলায় কলসি বেঁধে যমুনাতে যাও।
কোথায় পাব হার কলসি?
কোথায় পাব দড়ি?
তুমি হও যমুনা রাধে,আমি ডুইবা মরি।
(তুমি হও যমুনা রাধে,আমি ডুইবা মরি)
(তুমি হও যমুনা রাধে,আমি ডুইবা মরি)
(তুমি হও যমুনা রাধে,আমি ডুইবা মরি)
(তুমি হও যমুনা রাধে,আমি ডুইবা মরি)
Previous articleShopner Khoj Lyrics by Shiekh Sadi
Next articleMonta Vangiya Lyrics by Samz Vai | Js Sajib