Shukno Golap Lyrics Nahid Hasan

Shukno Golap Lyrics is a Bengali Album song. The song is sung by the Nahid Hasan and the music given by Amzad Hossain. Ekdin Dairir Pata Theke ber hobe shukno golap lyrics is written by the Nahid Hasan & Lutfor Hasan.

Song Credits To :

  • ong -: Shukno Golap
  • Singer -: Nahid Hasan
  • Lyric -: Nahid Hasan & Lutfor Hasan
  • Music -: Amzad Hossain
  • Label -: Dhruba Music Station

Shukno Golap Lyrics In Bengali :

একদিন ডায়রির পাতা থেকে
বের হবে শুকনো গোলাপ।
সৌরভ থাকবে না
জমাট বাধবে বুকে
মন খারাপ।
একদিন ডায়রির পাতা থেকে
বের হবে শুকনো গোলাপ।
সৌরভ থাকবে না
জমাট বাধবে বুকে
মন খারাপ।
লুকিয়ে পড়বে তুমি
পুরোনো চিঠি গুলো
আঁকবে চুমু নীরবে,
বেড়ে যাবে অভিমান
যখন সব স্মৃতি সামনে এসে দাঁড়াবে
দীর্ঘশাস গুলো ছুটবে দিক বেদিক
আমি তোমার লুকিয়ে রাখা প্রেমিক
আমি তোমার ঘুছিয়ে  রাখা প্রেমিক,
একদিন,
পরিচিত চেনা চোখে
অভিময় হাঁসি মুখে
ভালো থাকার অভিযোগ চলমান,
স্বপ্নরা রাখা থাকে
ধুলো মাখা প্রিয় তাকে ,
খোলা চুলে কানে বাজে
প্রিয় গান।
চুপচাপ মেনে নিয়ে
সব দোষ মেখে গায়ে,
একা একা পুড়ে যাওয়া আগুনে ,
জোছনায় রাত দেখা
অদৃশ মায়া শেখা
হাহা কার জমে আছে দু মনে ।
যা হবার হয়ে গেছে
ভেবোনা ঠিক বেঠিক ,
আমি তোমার লুকিয়ে রাখা প্রেমিক
আমি তোমার ঘুছিয়ে  রাখা প্রেমিক,
একদিন ডায়রির পাতা থেকে
বের হবে শুকনো গোলাপ।
সৌরভ থাকবে না
জমাট বাধবে বুকে
মন খারাপ।
লুকিয়ে পড়বে তুমি
পুরোনো চিঠি গুলো
আঁকবে চুমু নীরবে,
বেড়ে যাবে অভিমান
যখন সব স্মৃতি সামনে এসে দাঁড়াবে
দীর্ঘশাস গুলো ছুটবে দিক বেদিক
আমি তোমার লুকিয়ে রাখা প্রেমিক
আমি তোমার ঘুছিয়ে  রাখা প্রেমিক। [২x ]
Previous articleKichu Lyrics Minar Rahman Song
Next articleMegh Bibagi Hole Lyrics | S.I Tutul
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.