SHUNNOTA LYRICS – ARMAN ALIF Bangla Song 2019

Shunnota Lyrics In Bangla. The Song Is Sung by Arman Alif. Starring: Rasel Khan, Papiya And Saif. Sunnota Song Lyrics written by Arman Alif. Video Song directed by Saikat Reza. Cinematography by Bikash Saha. Edit And Color by Rejaul Raju. Production: SR Film.
  • Song Name: Shunnota
  • Singer: Arman Alif
  • Music: Sahriar Rafat
  • Lyrics & Tune: Arman Alif
  • Director: Saikat Reza
  • Label: Central Music and Video [CMV]

Shunnota Lyrics

শূন্যতা কত আমায় ঘিরে
মধ্য রাতে হঠাৎ করে তাকে মনে পড়ে
তোমার সাথে আড়ি আমার সেই কবে থেকে
তাই হাসি আমার ছুটি নিয়েছে খুব যত্ন করে।

আমি নীরবে কেঁদে কেঁদে যারে হাসতে শেখালাম
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম
আমি খুব যত্ন করে তোমায় হাসতে শেখালাম
সেই তুমি হেঁটে গেলে সে হাতে হাত রেখে
অন্য হাত যার নাম,
অন্য হাত যার নাম
ও মেয়ে অন্য মানুষ যার নাম
অন্য মানুষ যার নাম
ও মেয়ে অন্য হাত যার নাম।

সেই পরিচিত মেসেজ এর টোন-টা ও
অচেনা লাগে আজ
অচেনা লাগে আমার অতি প্রিয়
সেই মানুষ টার সাজ
প্রতিনিয়ত এই মন আমার করে হাহাকার
বোকার মতো ভেবে যাই সেই তুমি কার ?
তুমি কার ?

আমি নীরবে কেঁদে কেঁদে যারে হাসতে শেখালাম
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম
আমি খুব যত্ন করে তোমায় হাসতে শেখালাম
সেই তুমি হেঁটে গেলে সে হাতে হাত রেখে
অন্য হাত যার নাম,
অন্য হাত যার নাম
ও মেয়ে অন্য মানুষ যার নাম
অন্য মানুষ যার নাম
ও মেয়ে অন্য হাত যার নাম।

সেই পুরোনো হওয়া গলির পথ-টা ও
তোমায় খোঁজে আজ
কেউ জানলো না রে আমার তরে
আর মায়া নাই তোমার
ঘুমের ঘোরে ঘুরে ফায়ার
আজ তোমায় চাওয়া খুব
তুমি ভালোই আছো ভালোই থাকো
আমি হারাই আমার ঘুম।

আমি নীরবে কেঁদে কেঁদে যারে হাসতে শেখালাম
সেই তুমি তারে বাসলে ভালো
অন্য মানুষ যার নাম
আমি খুব যত্ন করে তোমায় হাসতে শেখালাম
সেই তুমি হেঁটে গেলে সে হাতে হাত রেখে
অন্য হাত যার নাম,
অন্য হাত যার নাম
ও মেয়ে অন্য মানুষ যার নাম
অন্য মানুষ যার নাম
ও মেয়ে অন্য হাত যার নাম।

Previous articleMichael Vidyasagar Sangbad Lyrics – Anupam Roy – Anirban
Next articleRajprasader Bondi Lyrics – Anupam Roy – Bakyobageesh
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.