Take Bole Dio Lyrics Samz Vai 2020

Take Bole Dio Song Is Sung by Samz Vai. Take Bole Diyo Amar Dukkho Amar Kachei Ache Lyrics In Bengali Written by Samz Vai.New Bangal song 2020.

Take Bole Dio Lyrics by Samz Vai :

  • Song : Take Bole Dio
  • Vocal, Lyrics And Tune : Samz Vai
  • Video Edite : Lutfor Rahman Emu

Take Bole Dio Song Lyrics In Bengali : 

এইতো সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়
চিন্তায় ব্যস্ত বেহুশ কাউকে পাওয়ার আশায়।

কিছু কীর্তি স্মৃতি হয়ে রবে
এ মনের দেয়ালে,
চোখ গুলো শুকিয়ে যাবে রাতটা পোহালে।

তবে এই সান্ত্বনা বলো আর কতদিন?
আর কতকাল দেখিবো
আয়নায় চেহারাটা মলিন?

আমার বুকপকেটে রক্তজবা
এভাবে শুকিয়ে যায়,
সে আসবে বলে দেখবো তাকে
মিথ্যে অপেক্ষায়,
আমার ইচ্ছে মোড়ানো সাদা খামটিও
আজও আমার কাছে,
তাকে বলে দিও আমার দুঃখ
আমার কাছেই আছে।

সেই কবে আকাশটা ডেকে ছিলো
তার ভয়ে আজও সে নিশ্চুপ,
কোথাকার কে যেনো দেখে ফেলে
সেই ভয়ে দেখা হতো না মুখ।

খানিকটা দুর থেকেই তাকিয়ে মন উদাস
আমার সুখের ঘুড়ি রইলো নারে
বইলো এ কোন বাতাস?

রাত্রি জুড়ে কল্পনাতে, দিনে ব্যস্ততা
ভয় গুলোকে সত্যি করে দিলে পুর্নতা,
যাচ্ছে সময় যাকনা কেটে
সয়ে গেছি আমি,
সবশেষে হায় আমার কাছে
আমি বেশীই দামি।

দিন শেষে কে দিবে স্বান্তনা?
এতোদিন এ কথা কেউ জানতো না,
হাসি মুখে কথা বলা মানুষটার
ভেতরে লুকানো কতো যন্ত্রণা

আমার বুক পকেটে রক্তজবা
এভাবে শুকিয়ে যায়,
সে আসবে বলে দেখবো তাকে
মিথ্যে অপেক্ষায়,
আমার ইচ্ছে মোড়ানো সাদা খামটিও
আজও আমার কাছে,
তাকে বলে দিও আমার দুঃখ
আমার কাছেই আছে।

তাকে বলে দিও লিরিক্স – সেমজ ভাই :

Eito seidiner kothagulo mone pore jay
Chintay besto behus kauke paoar ashay
Kichu kirti smriti hoye robe
e moner deyale
Chokh gulo shukiye jaabe raat ta pohale
Tobe ei santona bolo aar kotodin
Aar kotokal dekhibo Aaynay cheharata molin
Amar buk pocket e roktojoba
Evabe shukiye jaay
Se ashbe bole dekhbo take
Mitthey opekkhay
Amar icche morano sada khamti o
Aajo amar kache
Take bole dio amar dukkho
Amar kachei ache
Previous articleOnuvuti Song lyrics by Tabib Mahmud Ak Hasan
Next articleJabo Megher Deshe Bangla Lyrics
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.