Aghat Lyrics (আঘাত) Jisan Khan Shuvo – Samz Vai

51
Aghat Lyrics

Aghat Lyrics Bengali Song Is Sung by Jisan Khan Shuvo And Samz Vai. Tumi Aghate Aghate Bondhu Song Music Composed by Amzad Hossain. This Bengali Sad Song Video Directed by Farhan Ahmed Rafat. Aghat Lyrics In Bengali Written by Jisan Khan Shuvo.

  • Song : Aghat
  • Vocal : Samz Vai And Jisan Khan Shuvo
  • Music : Amzad Hossain
  • Lyricist : Jisan Khan Shuvo
  • Directed By : Farhan Ahmed Rafat
  • DOP : SK Jony

Aghat Song Lyrics In Bengali :

তুমি আঘাতে আঘাতে বন্ধু
কেন ভাঙিলা আমার মন ?
তুমি আঘাতে আঘাতে বন্ধু
কেন ভাঙিলা আমার মন?
তোমায় মনের দায়ে মন দিয়াছি
বলেছো যখন,
তোমায় মনের দায়ে মন দিয়াছি
বলেছো যখন,
বলো কি করি এখন?
তুমি আঘাতে আঘাতে বন্ধু
কেন ভাঙ্গিলা আমার মন?

আগে যদি জানতাম বন্ধু
করবা রে এমন,
আগে যদি জানতাম বন্ধু
করবা রে এমন,
তবে কি আর মনের দায়ে
দিতাম তোমায় মন,
হলে হইতো রে মরণ।
তুমি আঘাতে আঘাতে বন্ধু
কেন ভাঙিলা আমার মন ?

কোন বা দোষে দুঃখ দিলা
সাজিয়া আপন,
কোন বা দোষে দুঃখ দিলা
সাজিয়া আপন,
যতন করে ক্যান আমারে
দেখাইলা স্বপন?
যদি হইবা রে গোপন।
তুমি আঘাতে আঘাতে বন্ধু
কেন ভাঙিলা আমার মন ?

Previous articleRonge Ronge Rongin Hobo Lyrics -Tahsan – Tasnia
Next articleEkanto Golaap Lyrics (একান্ত গোলাপ) Indalo Band