Tare Bole Diyo Song Is Sung by Hemanta Mukherjee from Dui Bhai Bengali Movie. Starring: Uttam Kumar, Biswajeet Chatterjee, Sabitri, Sulata Chowdhury And Others. Music Composed by Hemanta Mukhopadhyay And Tare Bole Dio Lyrics In Bengali Written by Gauriprasanna Mazumder.
- Song : Tare Bole Diyo
- Movie : Dui Bhai
- Vocal & Music : Hemanta Mukherjee
- Lyricist : Gauriprasanna Mazumder
- Director : Sudhir Mukherjee
- Label : Saregama India Ltd
Tare Bole Diyo Song Lyrics In Bengali :
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে,
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।
ওই গুন গুন সুরে মন হাসে না,
ওই গুন গুন সুরে মন হাসে না
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।।
গা মা পা, মা গা রে,
কিরে থামলি কেন বাজা?
গা মা পা, মা গা রে,
সা রে মা গা রে গা
রে সা রে সা নি সা
ওই ফুল মালা দিল শুধু জ্বালা
ধূলায় সে যাক ঝরে যাক না,
এই ভাঙা বাঁশি ভোলে যদি হাসি
ব্যথায় সে থাক ভরে থাক না।
জানি ফাগুণ আমায় ভালবাসে না
জানি ফাগুণ আমায় ভালবাসে না
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।
তারে বলে দিও, সে যেন আসে না
তারে বলে দিও, মন কেন হাসেনা,
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।
গা মা পা, মা গা রে,
সা রে মা, গা রে গা
রে সা রে, সা নি সা
নেই আলো চাঁদে, যেন রাত কাঁদে
এ আঁধার শেষ তবু হয় না,
যায় প্রেম সরে, ফাঁকি দেয় মোরে
এই ব্যথা প্রাণে সয় না।
হায় স্বপ্নে আঁখি আর ভাসেনা
হায় স্বপ্নে আঁখি আর ভাসেনা
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।
ওই গুন গুন সুরে মন হাসে না
ওই গুন গুন সুরে মন হাসে না
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।।