Sorgo Song Is Sung by Imran Mahmudul from Chirkut Shortfilm. Starring: Sayed Zaman Shawon, Mumtaheena Chowdhury Toya and others. Music composed by Imran. Sorgo Naame Sekhane Song Lyrics written by Snahashish Ghosh.
- Song : Sorgo
- Shortfilm : Chirkut
- Vocal, Tune & Composition : Imran Mahmudul
- Lyricist : Snahashish Ghosh
- Story : Sourov Istiak
- Direction : Mahmud Mahin
- DOP : Shanto and Anik
- Edit : Mahmud Mahin
- Produced by : Adbox
- Lebel : GaanBox
Sorgo Song Lyrics
স্বর্গ নামে সেখানে, মনটা মেলে যেখানে
তাইতো সুখে দুজনে, যাইযে ভেসে আনমনে,
জেনে রাখিস তোর হৃদয়,
এখন থেকে কারো নয়
প্রেমের খাঁচায় বন্দি তুই
আর তো চাওয়ার নেই কিছুই।
মন থেকে চেয়েছি তাই
স্বপ্ন সত্যি পুরোটাই,
স্বপ্ন সত্যি পুরোটাই।
স্বর্গ নামে সেখানে, মনটা মেলে যেখানে
তাইতো সুখে দুজনে, যাইযে ভেসে আনমনে।
এভাবে, যেভাবে যাচ্ছে যে সময়
কল্পলোকে আছি আমি তাই মনে হয়।
এ জীবন, কতটা হতে পারে সুন্দর
প্রেমে পড়ে বুঝেছি তা এতদিন পর।
মন থেকে চেয়েছি তাই
স্বপ্ন সত্যি পুরোটাই,
স্বপ্ন সত্যি পুরোটাই।
স্বর্গ নামে সেখানে, মনটা মেলে যেখানে
তাইতো সুখে দুজনে, যাইযে ভেসে আনমনে।
পৃথিবী দিয়েছে কতো কি উপহার
তোর থেকে দামি তাতে নেই কিছু আর,
আজীবন খেয়ালে রবে যে আমার
তোর কিছু হলে যে মন মরবে আমার।
মন থেকে চেয়েছি তাই
স্বপ্ন সত্যি পুরোটাই,
স্বপ্ন সত্যি পুরোটাই।
স্বর্গ নামে সেখানে, মনটা মেলে যেখানে
তাইতো সুখে দুজনে, যাইযে ভেসে আনমনে।