Tobu Jodi Tumi Ashte Chao Song Is Sung by Rupankar Bagchi from Dutta Vs Dutta Bengali Movie. Music Composed by Neel Dutt. Starring: Anjan Dutt, Ronodeep Bose, Arpita Chatterjee, Kaushik Sen, Shankar Chakraborty, Parno Mittra, Rupa Ganguly, Srijit Mukherji, Dipankar Dey And Others. Bhalo Jodi Tumi Baste Chao Lyrics In Bengali.
- Song : Tobu Jodi Tumi
- Movie : Dutta Vs Dutta
- Singer : Rupankar Bagchi
- Music : Neel Dutt
- Directed by : Anjan Dutt
- Label : Saregama Bengali
Tobu Jodi Tumi Ashte Chao Song Lyrics In Bengali :
তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দু’হাত,
জেনো এখানে নেই কোনো হিসেব
শুধু আছে নীল আকাশ।
আছে লাগাম ছেড়া স্বপ্ন, বুকের ভেতর
আছে বেপরোয়া বোতাম বিহীন শার্ট,
আছে হারিয়ে যাওয়ার নেশা নাকে মুখে
ভুলে গিয়ে রোজকার দোকান বাজার-হাট,
আছে রাস্তা একটা চলার,
আছে অনেক কথা বলার,
আছে পকেট কিন্তু পকেট গড়ের মাঠ।
তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দু-হাত,
জেনো এখানে নেই কোনো হিসেব
শুধু আছে নীল আকাশ।
ভালো, যদি তুমি বাসতে চাও
নিজেকে আজ নিজের মতো,
ফেলে রেখে দিয়ে পিছুটান
চলে এসো, চলে এসো।
নেই এখানে ভবিষত্যের ভাবনা
নেই কোনো সম্পর্কের দাবি-দাওয়া,
শুধু সুখ-দুঃখেরি শরিক হতে পারি
নেই অন্য কোনো চাওয়া পাওয়া।
শুধু রাস্তা আছে চলার,
আছে সত্যি কথা বলার,
আছে পকেট কিন্তু পকেট গড়ের মাঠ।
তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দু-হাত,
যেনো এখানে নেই কোনো হিসেব
শুধু আছে নীল আকাশ।
ভালো, তুমি যদি বাসতে চাও
নিজেকে আজ নিজের মত,
ফেলে রেখে দিয়ে পিছুটান
চলে এসো, চলে এসো।