Tobu Valobeshe Jabo Song Is Sung by Ayon Chaklader. Starring: Imran Ahmed Saudagar, Ariana Jaman And Zayed Noor. Music Composed by Ayon Chaklader And Tobu Bhalobeshe Jabo Lyrics In Bengali Written by Snahashish Ghosh.
Tobu Valobeshe Jabo Lyrics by Ayon Chaklader :
- Song : Tobu Valobeshe Jabo
- Singer : Ayon Chaklader
- Lyrics : Snahashish Ghosh
- Tune & Music : Ayon Chaklader
- Director : Saikat Reza
- Cinematographer : Bikash Saha
- Edit & Color : Rejeul Raju
- Production : SR Film
- Label : Dhruba Music Station
Tobu Valobeshe Jabo Song Lyrics In Bengali :
এই বুকটা জুড়ে চলছে হাহাকার
স্বপ্ন যে পুড়ে হয়েছে ছারখার,
যে তোমার চলেনি আমি ছাড়া একদিন
নাও না সে খোঁজ হলো আজ কতদিন,
ছিল যে তোমার মনের দাবীদার
নিয়েছো কেড়ে তার অধিকার,
বাকিটা জীবন, কিভাবে এখন
চলবো আমি হায় ছাড়া তোমাকে।
তবু ভালোবেসে যাবো,
তবু ভালোবেসে যাবো,
তবু ভালোবেসে যাবো তোমাকে।।
এসেছো জীবনে,
নিজের মন চেয়ে ইচ্ছে দেখে
ছেড়েছো এই আমায়
প্রশ্নের মুখে রেখে নিজেকে।
কি ছিলো দোষ আমার?
ধরিয়ে তা যদি দিতে,
তবে আজ প্রেম আমার
মিশে যেত না স্মৃতিতে।
ছিলো যে তোমার মনের দাবীদার
নিয়েছো কেড়ে তার অধিকার,
বাকিটা জীবন, কিভাবে এখন
চলবো আমি হায় ছাড়া তোমাকে।
তবু ভালোবেসে যাব,
তবু ভালোবেসে যাব,
তবু ভালোবেসে যাব তোমাকে।।
এই বুকটা জুড়ে চলছে হাহাকার
স্বপ্ন যে পুড়ে হয়েছে ছারখার,
যে তোমার চলেনি আমি ছাড়া একদিন
নাও না সে খোঁজ হলো আজ কতদিন।
তবু ভালোবেসে যাবো,
তবু ভালোবেসে যাবো,
তবু ভালোবেসে যাবো তোমাকে।।
তবু ভালোবেসে যাবো লিরিক্স – অয়ন চাকলাদার :
Ei bukta jure cholche hahakar
Shopno je pure hoyeche charkhar
Je tomar choleni ami chara ekdin
Nao na se khoj holo aaj kotodin
Chilo je tomar moner dabidar
Niyecho kere tar adhikar
Bakita jibon kivebe ekhon
Cholbo ami haay chara tomake
Tobu valobese jabo
Tobu bhalobese jabo
Tobu Valobeshe Jabo Tomake