Mon Poboner Kheya Lyrics লিখেছেন Anwar Hossain Ador, গান গেয়েছেন Bangladesh এর Music Sensation Imran এবংKona.মিউজিক কম্পোজ করেছেন Sajid Sarker.Imran Mahmudul বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক । তার গাওয়া অনেক গান গানপ্রেমী মানুষের পছন্দের তালিকায় শীর্ষে থাকে । তো, চলুন দেখে নেওয়া যাক, ‘মন পবনের খেয়া লিরিক্স’…
Mon Poboner Kheya Lyrics by Imran And Kona :
- Song : Mon Poboner Kheya
- Singer : Imran & Kona
- Lyrics : Anwar Hossain Ador
- Tune & Music : Sajid Sarker
- Lyrical Video : Sagor Hossain
- Label : Gaanchill Music
Mon Poboner Kheya Song Lyrics In Bengali :
নীল খুঁজে পাই যদি ওই দু’চোখে
সে চোখেই দেখবো আকাশ,
হোক না সীমানা পেরিয়ে তা
তোমাতেই আমার বসবাস।
মেলে দিয়ে হৃদয় ডানা
সেখানেই ভেসে যাই চলো না..
তোমার ভালোবাসায় ঘোর কাটেনা নেশায়
হারিয়ে গেছি যেন মন পবনের খেয়ায়,
তোমার কাছে আসায় অথৈ ভাবনায়
ডুবে আছি যে দু’জন মন দেয়া নেয়ায়।
হো.. ঢেউয়ে ঢেউয়ে নদী জলে
অচেনা অতলে হারিয়ে মন যাক না ..
চোখে নিয়ে ভালোবাসা,
মেঘের নায়ে ভাসা অজানা ঠিকানা।
মেলে দিয়ে হৃদয় ডানা
সেখানেই ভেসে যাই চলো না ..
তোমার ভালোবাসায় ঘোর কাটেনা নেশায়
হারিয়ে গেছি যেন মন পবনের খেয়ায়,
তোমার কাছে আসায় অথৈ ভাবনায়
ডুবে আছি যে দু’জন মন দেয়া নেয়ায়।
চোখে চোখে হেসে বলে
স্বপ্নেরা দলে দলে সাজিয়ে রাত থাকো না।
হাত ছুঁয়ে দাও ভুলে,
আঙ্গুলে আঙ্গুলে না বলা কথা আঁকো না।
মেলে দিয়ে হৃদয় ডানা
সেখানেই ভেসে যাই চলোনা ..
তোমার ভালোবাসায় ঘোর কাটেনা নেশায়
হারিয়ে গেছি যেন মন পবনের খেয়ায়,
তোমার কাছে আসায় অথৈ ভাবনায়
ডুবে আছি যে দু’জন মন দেয়া নেয়ায়।
হো.. তোমার ভালোবাসায়, হা হা..
হারিয়ে গেছি যেন, হা হা..
তোমার কাছে আসায় অথৈ ভাবনায়
ডুবে আছি যে দু’জন মন দেয়া নেয়ায়।