Tomay Shudhu Chai Song Is Sung by Imran And Bristy. Music Composed by Imran Mahmudul And Purba Poshchim Uttor Dokkhin Jedike Takai Lyrics In Bengali Written by Ahmed Risvy.
- Song : Tomay Shudhu Chai
- Singer : Imran mahmudul & Nischup Bristy
- Tune & music : Imran Mahmudul
- Lyrics : Ahmed Risvy
- Direction : Saikat Reza
- Cinematography : Bikash Saha
- Edit & Color : Rjaul Raju
- Label : Soundtek
Tomay Shudhu Chai Song
যেদিকে তাকাই, তোমার
মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার,
চাওয়ার কিছু নাই, আমি
তোমায় শুধু চাই।
তুমি যখন থাকো দূরে
প্রাণ থাকেনা দেহের ঘরে,
হৃদয় পুড়ে ছাই, আমার
বাঁচার উপায় নাই।
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
যেদিকে তাকাই, তোমার
মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার,
চাওয়ার কিছু নাই, আমি
তোমায় শুধু চাই।
তুমি আমার দখিন হাওয়া
আধাঁর রাঁতের চাঁদের জোছনা,
তুমি আমার ভেতর-বাহির,
তোমায় ছাড়া কিছুই বুঝিনা।
দিনে দিনে আমি তোমার মাঝে
আরো ডুবে যাই,
বারে বারে মন বলে শুধু,
তোমারি কথাই, প্রিয়
তোমারি কথাই।
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
যেদিকে তাকাই, তোমার
মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার,
চাওয়ার কিছু নাই, আমি
তোমায় শুধু চাই।
অনুভূতির রঙে লেখা
তুমি আমার অমর কবিতা,
তোমায় কত ভালোবাসি
কেউ জানেনা হৃদয় জানে তা।
দিনে দিনে আমি তোমার মাঝে
আরো ডুবে যাই,
বারে বারে মন বলে শুধু,
তোমারি কথাই, প্রিয়
তোমারি কথাই।
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
যে দিকে তাকাই, তোমার
মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার,
চাওয়ার কিছু নাই, আমি
তোমায় শুধু চাই।
তুমি যখন থাকো দূরে
প্রাণ থাকেনা দেহের ঘরে,
হৃদয় পুড়ে ছাই, আমার
বাঁচার উপায় নাই।