Tui Chara Lyrics -Tanveer Evan -Bengali Song

208
Tui Chara Lyrics
Tui Chara Lyrics by Tanveer Evan Bengali Song. Music Composed by Piran Khan. Tui Chara Song Lyrics Written by Tanveer Evan. Starring Fabiha Bushra, Tanveer Evan, Irfan Jahan And Zuhaibah Islam. This Bengali Romantic Love Song Direted by Shah Sharkar.

Tui Chara Song Details :

  • Song : Tui Chara
  • Vocal, Lyrics And Tune : Tanveer Evan
  • Music : Piran Khan
  • Director : Shah Sharkar
  • Creative director : Anshika chauhan
  • Producer : Lovegen Bangladesh
  • Line producer : Zarif Kabir
  • Editor : Nazif Yealmy
  • VFX : Tarek Alam Digonta
  • Set Designer : Sultana Tasnima

  Tui Chara Lyrics In Bengali :

প্রথম যখন তোকে দেখেছি
মনের মাঝে তোর হাসি টা বেঁধেছি,
ছুঁয়ে দেখার ইচ্ছেদের আগমন,
রং মাখিয়ে দেহ জুড়ে শিহরণ।
তুই ছাড়া মন কাঁদে একেলা
তুই হীনা কি করি বুঝিনা,
তুই ছাড়া মন কাঁদে একেলা
তুই হীনা কি করি বুঝিনা।
তুই চাইলে বল সকাল সাজাই
বৃষ্টি নামাই তোর ইশারায়,
মেঠো মেঠো পথে হেঁটে দুজন
চল রাত নামাই কথায় কথায়।
আবার আসবে ভালবাসার নতুন এক প্রহর
রেখো যতন করে আমায় করো না গো পর।
আগলে রেখে, আগলে রেখে,
আগলে রেখে, কাছে টেনে,
বাসব ভালো কতনা।
মন মাঝারে, তোর নাম লিখে
করব প্রার্থনা।
তুই ছাড়া মন কাঁদে একেলা
তুই হীনা কি করি বুঝিনা।
তেরে বিনা, মানে না ইয়ে মন মেরা
তু না হো, কেয়া কারে ইয়ে দিল বাতা।
তুই চাইলে বল সকাল সাজাই
বৃষ্টি নামাই তোর ইশারায়,
মেঠো মেঠো পথে হেঁটে দুজন
চল রাত নামাই কথায় কথায়।
তেরে বিনা, বাবরা ইয়ে মন মেরা
তু না হো, কেয়া কারে ইয়ে দিল বাতা।
Previous articleAlo Lyrics -Tanzir Tuhin -Prince Mahmud Song
Next articleTumi Chondro Surjo Lyrics -Tahsan Khan