Tui Chol Lyrics Somlata | Brahma Janen Gopon Kommoti

Tui Chol Lyrics Song Is Sung by Somlata Acharyya Chowdhury from Brahma Janen Gopon Kommoti Bengali Movie. Starring: Ritabhari Chakraborty and Soham Majumdar. Music Composed by And Tui Chol Egiye Chol Lyrics In Bengali Written by Anindya Chattopadhyay.Tui Chol from Brahma Janen Gopon Kommoti captures a woman’s journey in the soulful voice of Somlata Acharyya Chowdhury.There’s a girl You too can become her very own একটা মেয়ে যে তার লক্ষ্যে স্থির, সে জানতো একদিন সে তার সমস্ত গণ্ডি পেরিয়ে জয়ের পথে এগিয়ে যাবে। আপনিও সেই মেয়েটির মতন হতে পারেন।

Tui Chol Lyrics by Somlata :

  • Song : Tui Chol
  • Movie : Brahma Janen Gopon Kommoti
  • Singer : Somlata Acharyya Chowdhury
  • Lyric & composition : Anindya Chattopadhyay
  • Musical arrangements : Rudraneel Chowdhury
  • Mixing & Mastering : Debojit Sengupta
  • Directed by : Aritra Mukherjee
  • Label : WINDOWS
  • Sound Design and Film mix: Amit Kumar Dutta
  • Presenter: Nandita Roy
  • Music Director: Anindya Chatterjee
  • Editor: Moloy Laha
  • Cinematography: Aalok Maiti
  • Directed by: Aritra Mukherjee
  • Story and screenplay: Zinia Sen

Tui Chol Song Lyrics In Bengali :

যে মেয়েটির লুকোনো তীর
সঠিক তাক করেছে পন,
সে মেয়েটির লাগেনা ভিড়
একাই হয়ে যায় একশো জন।
যে মেয়েটার কথার ধার
লাফিয়ে পার হিংসে ঢেউ,
সে মেয়েটার আমিও তার
পাশে হাঁটার গোপন কেউ।

কথা বলবে সে কাদের
কিছু ভুল আর্তনাদের,
ভাষা বলবে কি তাদের প্রতিবাদের,
পাশে তাদের।

তুই চল এগিয়ে চল
নিয়ে শপথ অগ্নিজল,
তুই বল চেঁচিয়ে বল
জিতে যাওয়ার মন্ত্রবল।

আগামী ডাক দিলো তাকে
এখনই হয়েছে সময়,
বাতিল নিয়মের ফাঁকে
আলোরা হাসে নিশ্চয়।

যে মেয়েটির লক্ষ্য স্থির
ভেঙে প্রাচীর জেতার পন,
সে মেয়েটার তুমিও তার
খুব চেনা আপনজন।

কথা বলবে সে কাদের
কিছু ভুল আর্তনাদের,
ভাষা বলবে কি তাদের প্রতিবাদের,
পাশে তাদের।

তুই চল এগিয়ে চল
নিয়ে শপথ অগ্নিজল,
তুই বল চেঁচিয়ে বল
জিতে যাওয়ার মন্ত্রবল।

Previous articleTai Tomar Kheyal By Miftah Zaman Lyrics – Boro Chele
Next articleAsthir Somoy Lyrics Sraboner Dhara | Rupankar | Iman
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.