Tai Tomar Kheyal Lyrics In Bangla from Boro Chele Bangla Natok Telefilm The song is sung by Miftah Zaman Starring: Ziaul Faruq Apurba and Mehazabien Chowdhury Music composed by Sajid Sarker. Bengali Song Lyrics written by Shomeswar Oli
Tai Tomar Kheyal Lyrics by Miftah Zaman:
- Drama: Boro Chele
- Song: Tai Tomar Kheyal (তাই তোমার খেয়াল)
- Singer: Miftah Zaman
- Tune & Music: Sajid Sarker
- Lyric: Shomeswar Oli
- Cast: Apurba & Mehjabin
- Director: Mizanur Rahman Aryan
- Label: Cd Choice
Tai Tomar Kheyal Lyrics In Bangla :
এই ঠুনকো জীবনে তুমি কাঁচের দেয়াল
এক আধটু কারনে, যদি হও বেসামাল
মনে তাই তোমার খেয়াল,
মনে তাই তোমার খেয়াল।
আমি কোন মুখোশ পরিনি
আমি কিছু আড়াল করিনি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।
আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হোলাম
ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম
মনে হয় তোমায় পেলাম,
মনে হয় তোমায় পেলাম।
আমি কোন মুখোশ পরিনি
আমি কিছু আড়াল করিনি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি। (x2)
হয়তো তারার দেশে,
হয়তো মেঘের শেষে
আলো জ্বলে আলো নেভে
তোমার কথা ভেবে
মনে তাই তোমার খেয়াল,
মনে তাই তোমার খেয়াল।
আমি কোন মুখোশ পরিনি
আমি কিছু আড়াল করিনি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।
এই ঠুনকো জীবনে তুমি কাঁচের দেয়াল
এক আধটু কারনে, যদি হও বেসামাল
মনে তাই তোমার খেয়াল,
মনে তাই তোমার খেয়াল।
আমি কোন মুখোশ পরিনি
আমি কিছু আড়াল করিনি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি। (x2)