Dekhechi Rupsagore Moner Manush Lyrics – Nabanidas Khyapa Baul

120
Dekhechi Rupsagore Moner Manush Lyrics

Dekhechi Rupsagore Moner Manush Lyrics is originally written, composed & sung by Nabanidas Khyapa Baul. This song has been covered by various artists like Shaan, Anirban Sikdar, Mahtim Shakib. The song Dekhechi Rupsagore Moner Manush was Released by Asha Audio on youtube on 29 May 2015. Dekhechi Rupsagore Lyrics.

  • Song: Dekhechi Rupsagore Moner Manush
  • Lyrics: Nabanidas Khyapa Baul
  • Singer: Shaan

Dekhechi Rupsagore Moner Manush Lyrics in Bengali:-

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলাম না
ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলাম না

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে,
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন আর নেভে না।

তারে আমার আমার মনে করি,
আমার হয়ে আর হইলো না
আমার আমার মনে করি,
আমার হয়ে আর হইলো না

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,
বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,
সুজনের সঙ্গে হবে দেখা শুনা।

আমায় বলে বলুক লোকে মন্দ,
বিরহে তার প্রাণ বাঁচে না
বলে বলুক লোকে মন্দ,
বিরহে তার প্রাণ বাঁচে না

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,
পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,
বিরলে বসে করো যোগ-সাধনা।

একবার ধরতে পেলে মনের মানুষ,
ছেড়ে যেতে আর দিও না
ধরতে পেলে মনের মানুষ,
ছেড়ে যেতে আর দিও না

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলেম না
ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলেম না

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

Previous articleTuktukir Maa 2.O Lyrics – Keshab Dey
Next articleHoyto Konodin Tui Chaibi Amake Lyrics – Keshab Dey