Tumi Amari Hobe Lyrics – Manush – Jeet

180
Tumi Amari Hobe Lyrics

Tumi Amari Hobe song is sung by Shashwat Singh. This song is form the film ‘Manush‘. Tumi Amari Hobe Lyrics is written by Sanjoy Somaddar, Pranjal and composed by Savvy. This song was released on Youtube by Grassroot Entertainment on 31 Oct 2023.

Song Details:

  • Song: Tumi Amari Hobe
  • Singer: Shashwat Singh
  • Lyrics: Sanjoy Somaddar, Pranjal
  • Music: Savvy
  • Music Label: Grassroot Entertainment

Tumi Amari Hobe Lyrics in Bengali:

তুমি আমারি হবে এটা লেখাই ছিল
ভালোবাসার এ হাওয়া আমায় উড়িয়ে নিল
চল একটাই জীবন, ভালোবেসে কাটাই
আমারই যা কিছু, তোমারই পুরোটাই (২)

গল্প বলার ছলে, জ্বলে আগুন জ্বলে
স্বপ্ন জুড়েছে, সঙ্গে পুরেছে মন
ভালোবাসায় বাঁচি, এই তো আমি আছি
তুমি আমার ভালো থাকার কারণ

আমি তোমারই হব, সব গল্প আর কথায়
রয়ে যাবো চিরদিন, সব দুঃখ আর ব্যথায়
চল একটাই জীবন, ভালোবেসে কাটাই
আমারই যা কিছু, তোমারই পুরোটাই

তুমি আমারি হবে এটা লেখাই ছিল
ভালোবাসার এ হাওয়া আমায় উড়িয়ে নিল
চল একটাই জীবন, ভালোবেসে কাটাই
আমারই যা কিছু, তোমারই পুরোটাই।

Previous articleKobitar Gaan Lyrics – Hasan Joy ft. Sabbir Hasan Joy
Next articleBaundule Ghuri Lyrics – Arijit Singh – Shreya Ghoshal