Tumi Jake Bhalobasho Lyrics From Prakton Bengali Movie. This Song Is Sung By Iman Chakraborty. Music Composed By And Lyrics written by Anupam Roy. Featuring By Prosenjit Chatterjee And Rituparna Sengupta. Movie Directd By Nandita Roy and Shiboprosad Mukherjee.
Song Credits: Movie – Prakton
- Singer- Iman Chakraborty (Female)
- Singer – Anupam Roy (Male)
- Music/Lyrics- Anupam Roy
- Directd By – Nandita Roy & Shiboprosad Mukherjee
Tumi Jake Bhalobaso English Version By Usha Uthup
Tumi Jake Bhalobaso Lyrics In Bangla:
তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড় (x2)
তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর,
আমার দরজায় খিল দিয়েছি
আমার দারুন জ্বর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল
বাঁচার লড়াই
আমার মন্ত্রী খোয়া গেছে, একটা চালের ভুল
কোথায় দাঁড়াই
কথার ওপর কেবল কথা
সিলিং ছুঁতে চায়
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায়
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান
বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকোর লাল
এত নরম
শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল
বিপদ বড়
কথার ওপর কেবল কথা
সিলিং ছুতে চায়
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায়
তুমি অন্য কারোর গল্পে নায়িকা
তুমি অন্য কারোর গল্পে নায়িকা
তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড় (x2)
তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর,
আমার দরজায় খিল দিয়েছি,
আমার দারুন জ্বর!
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর..