Tumi Amar Asha Lyrics – Kishore Kumar

Tumi Amar Asha Song Is Sung by Kishore Kumar from Asha O Bhalobasha Bengali Movie. Starring: Prosenjit Chatterjee And Deepika. Music composed by Bappi Lahiri And Tumi Amar Asha Ami Tomar Bhalobasha Bengali Song Lyrics written by Pulak Bandopadhyay.

  • Song : Tumi Amar Asha
  • Movie : Asha O Bhalobasha
  • Singer : Kishore Kumar
  • Music : Bappi Lahiri
  • Lyricist : Pulak Bandopadhyay

Tumi Amar Asha Song Lyrics In Bengali :

তুমি আমার আশা,
আমি তোমার ভালোবাসা
আশা আশা আশা, ভালোবাসা ভালোবাসা।

আমার ফুলের বাগান দিয়ে, নিয়ে যেওনা
সইতে পারবো না, আমি সইতে পারবো না।
গোলাপের সৌরভ আঁচলে ভরিও না
বইতে পারবো না, আমি বইতে পারবো না।
আমার ফুলের বাগান দিয়ে, নিয়ে যেওনা
আশা আশা আশা, ভালোবাসা ভালোবাসা।

যেখানে আমার ছিলো মন
সেখানে রেখোনা এ নয়ন
সেই সোনা ঝরা, আকাশের দিকে
আমাকে চাইতে বোলনা।
আমি চাইতে পারবো না,
আমি চাইতে পারবো না
তুমি আমার আশা
আমি তোমার ভালোবাসা,
আশা আশা আশা, ভালোবাসা ভালোবাসা।

যেখানে ঝর্ণা হয়ে গান
ভরাতো আমার মন প্রান
সেই ঝর্ণার ঝর ঝর সুরে
আমাকে গাইতে বলোনা।
আমি গাইতে পারবো না,
আমি গাইতে পারবো না।

আমার ফুলের বাগান দিয়ে, নিয়ে যেওনা
সইতে পারবো না, আমি সইতে পারবো না।
গোলাপের সৌরভ আঁচলে ভরিও না
বইতে পারবো না, আমি বইতে পারবো না।
তুমি আমার আশা,
আমি তোমার ভালোবাসা
আশা আশা আশা, ভালোবাসা ভালোবাসা।

Previous articleSAJNA LYRICS – Premi O Premi – Imran Mahmudul
Next articleTumi Jake Bhalobaso Lyrics – Praktan – Iman Chakraborty
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.