Tumi Je Cheye Acho Rabindrasangeet Sung by Susmita Patra. Music Designed By Sandipan Ganguly. Tumi Je Cheye Acho Akash Bhore Lyrics In Bengali Written by Rabindranath Tagore.
Tumi Je Cheye Acho Lyrics Info:
- Song: Tumi Je Cheye Achho
- Paraguay: Puja 77
- Upa perjury: Bondhu
- Raag: Sahana
- Taal: Dadra
- Lyrics and Composition: Rabindranath Tagore
- Singer: Susmita Patra
- Music Designed By Sandipan Ganguly
- Sound Engineer: Goutam Basu
- Label: SVF Devotional
Tumi Je Cheye Acho Song Lyrics In Bengali :
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে
নিশিদিন অনিমেষে দেখছো মোরে,
তুমি যে চেয়ে আছ আকাশ ভরে
নিশিদিন অনিমেষে দেখছো মোরে।
আমি চোখ এই আলোকে মেলবো যবে
তোমার ওই চেয়ে দেখা সফল হবে,
আমি চোখ এই আলোকে মেলবো যবে
তোমার ওই চেয়ে দেখা সফল হবে,
এ আকাশ দিন গুনিছে তারই তরে।
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে।।
ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি
আমার এই একটি কুঁড়ি রইলে বাকি,
ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি
আমার এই একটি কুঁড়ি রইলে বাকি,
সেদিনে ধন্য হবে তারার মালা
তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা,
সেদিনে ধন্য হবে তারার মালা
তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা,
আমার এই আঁধারটুকু ঘুচলে পরে।
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে
নিশিদিন অনিমেষে দেখছো মোরে
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে।।