Tumi Na Thakle Song Is Sung by Anjan Dutt And Usha Uthup from Shunte ki chao Bengali Album. The Song is Used Bengali Movie The Bong Connection. Starring: Parambrata Chatterjee, Shayan Munshi, Raima Sen, Mir, June Malia.
- Song : Tumi Na Thakle
- Album Name : Shunte ki chao
- Singer : Anjan Dutta And Usha Uthup
- Music & Lyrics : Anjan Dutt
Tumi Na Thakle Song Lyrics In Bengali :
তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না
তুমি আছো বলে মন কষাকষি,
করে হাসাহাসি নাক ঘষাঘষি
রাপা পাপাপা, অং ভং ছং..
ও ইয়ে, ও ইয়ে
তুমি না থাকলে গড়ের মাঠটা মাঠেই মারা যেত
তুমি না থাকলে গড়িয়া হাটটা গুয়াতে মালার মত
তুমি না থাকলে গাইত না গান গুপি বাঘার দল
মোহন বাগান কবে হয়ে যেত শুধু ইস্টবেঙ্গল..
তুমি আছ বলে টেক্সাসে বসে তোপসে মাছের ফ্রাই
নিউজার্সিতে তোমার গাড়িতে হঠাৎ তোমাকে চাই
তুমি আছ বলে সিসিলিতে আছে সুচিত্রা উত্তম
আজ বাগদাদ, কাল ব্যাবিলনে তোমার সম্মেলন
তুমি না থাকলে সুকুমার রায়
লুঙ্গি পরে গামছা গলায় খবর পড়ত
রাপা পাপাপা, অং ভং ছং.. ও ইয়ে
তুমি না থাকলে সুমনের নাম হয়ে যেত নচিকেতা
তুমি আসবে বলেই লিখত না কেউ তোমার মনের কথা
তুমি না থাকলে কবিতার মানে হয়ে যেত কীর্তন
তুমি না থাকলে সুনীল-শক্তি হয়ে যেত সনাতন..
তুমি না থাকলে ঊষা উত্থুপ কোচিংযেই থেকে যেত
গাইত না গান পাড়ায় পাড়ায় তোমার মনের মত
তুমি না থাকলে অ্যারাবিয়ানের নামছি মুম্বাই
তুমি না থাকলে কোলকাতা ছেড়ে কবে টা টা বাই বাই
তুমি না থাকলে বনলতাসেন
সকাল সন্ধ্যে ডাক্তারলেনে কাপড় কাচত
রাপা পাপাপা, অং ভং ছং..
তুমি না থাকলে.. ও ইয়ে
তুমি না থাকলে দেবদাস কবে হয়ে যেত ক্ষুদিরাম
তুমি না থাকলে শুধু ডানদিক থাকত না কোনো বাম
ধর্মতলায় লেগে যেত রোজ ধর্মের যুদ্ধ
তুমি না থাকলে বেচত বিড়ি গৌতম বুদ্ধ
তুমি না থাকলে রবীন্দ্রনাথ
কালির দোয়াত মাথায় ঠুকে হত কুপোকাত
রাপা পাপাপা, অং ভং ছং..
তুমি না থাকলে ..