Gunjane Dole Je Bhramar Lyrics from Aradhana Bengali/Hindi Movie. The song is sung by Kishore Kumar And Asha Bhosle. Music composed by Sachin Dev Burman. Starring: Rajesh Khanna, Sharmila Tagore, Pahari Sanyal, Ashok Kumar. Gunjone Dole Je Bhromor Song Lyrics Written by Gauriprasanna Mazumder.
- Movie: Aradhana (1969)
- Singers: Kishore Kumar, Asha Bhosle
- Music Composer: S. D. Burman
- Lyricist: Gauriprasanna Mazumder
- Directed by: Shakti Samanta
- Music Label: Saregama
Gunjone Dole Je Bhramar Lyrics In Bangla:
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে (x2)
ঘুরে ঘুরে, সুরে সুরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে..
চেয়ে দেখ না গো
বেইমান ভোমরা শুধু মধু খেতে চায়
ও কলি যে শরমে ঘোমটা টানে
সোনাঝরা ধুপছায়, হায় (x2)
হায় হায়রে দিন যায় রে
হায় প্রিয় কেন গো দূরে দূরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে সুরে সুরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
কি হলো কে জানে
রূপ গরবী যাও কেন গো সরে সরে
হায় আঁচল ধরো না
জান না কি কেন শরমে যায়
ফুল ঝরে ঝরে (x2)
হায় হায়রে দিন যায় রে
হায় প্রিয় কেন গো দূরে দূরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে সুরে সুরে
হো গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
যদি মন না চায়
কিছুই বলো না মনটা দিওনা
ও ছাড়ো মালায় বেঁধো না
ভোমরের মতই মনটা নিও না (x2)
হায় হায়রে দিন যায়রে
হায় প্রিয় কেন গো দূরে দূরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে, সুরে সুরে (x5)