Tumi Nirmolo Koro Mongolo Kore Lyrics In Bangla. This Devotional Bengali Song is sung by Pannalal Bhattacharya, Sandhya Mukhopadhyay, Riddhi Bandyopadhyay, Madhuraa Bhattacharya And Many Various Artists.
- Song : Tumi Nirmal Karo Mangal Kare (তুমি নির্মল কর মঙ্গল করে)
- Artist : Pannalal Bhattacharya
- Music Director & Lyricist: Rajanikanta Sen
- Label: Saregama Bengali
Tumi Nirmolo Koro Mongolo Kore Lyrics In Bangla:
তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে।
তব পূণ্য-কিরণ দিয়ে যাক মোর
মোহ-কালিমা ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে।
তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে।
লক্ষ্য শূন্য, লক্ষ বাসনা,
ছুটিছে গভীর আঁধারে
জানি না কখন ডুবে যাবে কোন
অকুল গরল পাথারে।
প্রভু, বিশ্ব বিপদহন্তা,
তুমি দাঁড়াও রুধিয়া পন্থা
তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর
মোহো-বাসনা গুছায়ে,
মলিন মর্ম মুছায়ে।
তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে।
আছো অনল-অনিলে চিরনভোনীলে,
ভূধর-সলিলে গহনে
আছো বিটপীলতায় জলদের গায়
শশীতারকায় তপনে।
আমি নয়নে বসন বাঁধিয়া,
বসে আঁধারে মরিগো কাঁদিয়া
আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু
দাও হে দেখায়ে বুঝায়ে।
মলিন মর্ম মুছায়ে।
তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে।
তব পূণ্য-কিরণ দিয়ে যাক, মোর
মোহ-কালিমা ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে।
তুমি নির্মল কর, মঙ্গল করে
মলিন মর্ম মুছায়ে।