Beche Thakar Gaan Lyrics – Anupam Roy

163
Beche Thakar Gaan Lyrics

Beche Thakar Gaan Song is Sung by Anupam Roy from Durbine Chokh Rakhbo Na Bengali Album.

  • Song : Benche Thakar Gaan
  • Album : Durbine Chokh Rakhbo Na
  • Vocal, Music & Lyrics : Anupam Roy

    Beche Thakar Gaan Song Lyrics In Bengali :

    যদি ফেলে দিতে বলে ঘোলা জলে গোলা তুলি
    জেনো আমি কুড়িয়ে নেব তা।
    যদি খুলে নিতে বলে দু পায়ে বাঁধা ঘুঙ্গুর
    জেনো আমি খুলতে দেব না।

    আর, আমি আমি জানি জানি
    চোরাবালি কতখানি
    গিলেছে আমাদের রোজ,
    আমি আমি জানি জানি
    প্রতিরাতে হয়রানি
    হারানো শব্দের খোঁজ।

    আর এভাবেই নরম বালিশে
    তোমার ওই চোখের নালিশে,
    বেঁচে থাক রাত পরীদের স্নান
    ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।
    এভাবেই মুখের চাদরে
    পরিচিত হাতের আদরে,
    সুখে থাক রাত পরীদের স্নান
    ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।

    যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
    জেনো কেড়ে নিতে দেব না।
    যদি থেমে যেতে বলে, পিয়ানো, বাঁশি, গিটার
    জেনো আমি থামতে দেব না।

Previous articleTumi Nirmolo Koro Mongolo Kore Lyrics (তুমি নির্মল কর মঙ্গল করে)
Next articleKarar Oi Louho Kopat Lyrics – Nazrul Geeti