Uraal Pakhi Song Is Sung by Khairul Wasi from Ural Pakhi Bengali Natok. Starring Tawsif Mahbub And Keya Payel. Ural Pakhi Bangla Natok Directed by Jakaria Showkhin. Uraal Pakhi Song Lyrics In Bengali Witten by Ahmed Risvy. Pakhi Amar Ural Pakhi Last Sad Song Music Composed by Sojib.
- Song : Uraal Pakhi
- Drama : Ural Pakhi
- Singer : Khairul Wasi
- Lyrics : Ahmed Risvy
- Tune : Najir Mahamud
- Music : Sojib
- Director : Jakaria Showkhin
- Producer : Tanvir Mahmood Apu
- Label : Sultan Entertainment
Uraal Pakhi Song Lyrics In Bengali :
আমার কান্দে রে মন, কান্দে নয়ন
ব্যথা কলিজায়,
পাখি আমার উড়াল পাখি দূরে উড়ে যায়।
আমার কান্দে রে মন, কান্দে নয়ন
ব্যথা কলিজায়,
পাখি আমার উড়াল পাখি দূরে উড়ে যায়।
পাখি আমার উড়াল পাখি..
পাখি আমার উড়াল পাখি দূরে উড়ে যায়,
আমার কান্দে রে মন, কান্দে নয়ন
ব্যথা কলিজায়,
আমার কান্দে রে মন, কান্দে নয়ন
ব্যথা কলিজায়।
আমার আপন যে জন ছিল
সে তো আমার নাই,
মিথ্যে হলো সবকিছু আজ
সত্যি পুড়ে ছাই।
সাতসাগরের দুঃখ এখন ..
সাতসাগরের দুঃখ এখন আমার আঙিনায়
পাখি আমার উড়াল পাখি দূরে উড়ে যায়,
পাখি আমার উড়াল পাখি দূরে উড়ে যায়।
স্মৃতির দহন বুকে নিয়ে পুড়ছে দেহ মন
কার ভুলে আজ ভাঙলো হৃদয়,
হলো যে এমন।
হো.. স্মৃতির দহন বুকে নিয়ে পুড়ছে দেহ মন
কার ভুলে আজ ভাঙলো হৃদয়,
হলো যে এমন।
মনের বাঁধন ছিড়ে পাখি ..
মনের বাঁধন ছিড়ে পাখি কার আকাশে যায়
আমার কান্দে রে মন, কান্দে নয়ন
ব্যথা কলিজায়,
আমার কাঁদে রে মন, কাঁদে নয়ন
ব্যথা কলিজায়।।