Chokh Lal Kise Lyrics in Bengali Sung by Khairul Wasi. It stars Saiful Islam Rafi, Rahaman Ayat, Joutho Khan, Joy sarker Bappy, Johon Alex Ray. Chokh Lal Kise Lyrics are written by Khairul Wasi. Music is composed by SD Sagor.
Song Information:-
- Song: Chokh Lal Kise
- Singer: Khairul Wasi, Kamruzzaman Rabbi, Md M R Manik, Raju Mondol, SD Sagor
- Lyric & Tune: Khairul Wasi
- Music: SD Sagor
- Music Director: Khairul Wasi
- Rhythm: Shanto Ahmed
- Dotara: Anupam
- Flute: Rana
- Director: Rashed Rana
- Dop: Mehedi Hasan Limon
- Label: JL Music
Chokh Lal Kise Lyrics In Bengali:
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে,
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে।
সুযোগ পাইয়া বন্ধু তোমায়
মারলো পিষে পিষে,
সুযোগ পাইয়া বন্ধু তোমায়
মারলো পিষে পিষে।
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে,
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে।
তোমার মাঝে তুমি থাইকা
কারে করো খোঁজ,
এতো ব্যথা পাইয়াও
তবু রয়েছো অবুঝ।
তোমার মাঝে তুমি থাইকা
কারে করো খোঁজ,
এতো ব্যথা পাইয়াও
তবু রয়েছো অবুঝ।
দুঃখ কেন পাও তবু
তারেই ভালোবেসে,
দুঃখ কেন পাও তবু
তারেই ভালোবেসে।
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে,
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে।
তুমি এত সরল থাকো
গরল তোমায় চিনে,
ছদ্মবেশে তোমার সকল
ভিতর বাহির জানে।
তুমি এত সরল থাকো
গরল তোমায় চিনে,
ছদ্মবেশে তোমার সকল
ভিতর বাহির জানে।
তার মতে না চলিলে
যাইবা কিন্তু ফেসে,
তার মতে না চলিলে
যাইবা কিন্তু ফেসে।
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে,
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে।
প্রথম প্রথম সাধের পিরিত
কয়দিনেই হয় জ্বালা,
এখন ভাবো এমন পিরিত
না করিলেই ভালা।
প্রথম প্রথম সাধের পিরিত
কয়দিনেই হয় জ্বালা,
এখন ভাবো এমন পিরিত
না করিলেই ভালা।
কেউ বোঝে না কোন নেশায় চোখ
রক্ত জলে মিশে,
কেউ বোঝে না কোন নেশায় চোখ
রক্ত জলে মিশে।
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে,
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে।