Valobashi Okarone Lyrics : This Beautiful Romantic Song Is Sung by Minar And Nancy From Bangla Album Nancy With Stars Music Composed By Imran Mahmudul Bhalobashi Okarone Song Lyrics Is Penned by Snahashish Ghosh.
- Singer : Minar Rahman & Nancy
- Tune & Music : Imran
- Lyric : Snahashish Ghosh
- Music Label : Cd Choice
Valobashi Okarone Lyrics
নিজের চেয়েও অনেক বেশি
তোমাকে যে ভালোবাসি
ভালোবেসে যাবো এভাবেই
যদি প্রশ্ন কর আমায়
ভালোবাসি কেন তোমায় বলবো
এর উত্তর জানা নেই
ভালবাসতে লাগেনা কোন কারণ
হটাৎ করে ভালোবেসে ফেলে এই মন
এ জীবনে তুমি আমার সেই জন
অকারনে যাকে ভালোবাসে মন
এ জীবনে তুমি আমার সেই জন
অকারনে যাকে ভালোবাসে মন
ভালোলাগে যখন তুমি অনেক ভাল থাকো
মায়াবী ঐ মুখে এক চিলতে হাসি রেখো
এর চেয়ে সুখের কিছু নেই আমার কাছে
এর মাঝে বেঁচে থাকার অর্থ যে আছে
ভালবাসতে লাগেনা কোন কারণ
হটাত করে ভালোবেসে ফেলে এই মন
এ জীবনে তুমি আমার সেই জন
অকারনে যাকে ভালোবাসে মন (x2)
ভালোবেসে দেয়া নামে আমায় ডাকো যখন
পরিপূর্ণ মনে হয় তখন এ জীবন
এর চেয়ে সুখের কিছু নেই আমার কাছে
এর মাঝে বেঁচে থাকার অর্থ যে আছে
ভালবাসতে লাগেনা কোন কারণ
হঠাত করে ভালোবেসে ফেলে এই মন
এ জীবনে তুমি আমার সেই জন