Adho Alo Chayate Lyrics From Kalankini Kankabati Bengali Movie. This Song Is Sung By Kishore Kumar And Asha Bhosle. Starring: Uttam Kumar, Supriya Debi, Sarmila Tagore And Mithun Chakraborty.
- Movie – Kalankini Kankabati (1981)
- Singer – Kishore Kumar & Asha Bhosle
- Music Composer – Rahul Deb Burman
- Lyricist – Swapan Chakraborty
- Label – Angel Digital
Aadho Alo Chayate Lyrics In Bangla:
আধো আলো ছায়াতে,
কিছু ভালোবাসাতে
আধো আলো ছায়াতে,
কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার ?
কারো নয় শুধু যে আমার (x2)
আমারি আকাশে তুমি যে ধ্রুবতারা
তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা (x2)
আছি মনে, আর মরণে,
আমি যে তোমার
ও হো.. আধো আলো ছায়াতে,
কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার ?
কারো নয় শুধু যে আমার।
জোছনা ঢালা এই রাত যেনো এমনি থাকে
প্রেমেরি স্বপ্ন মহল যেনো এমনি থাকে (x2)
আমি আলো, হয়ে আসবো,
হোকনা অন্ধকার
আধো আলো ছায়াতে,
কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার ?
কারো নয় শুধু যে আমার।
আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে
ও মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে (x2)
তুমি ডাকলে, কাছে থাকলে,
ভয় নেই হারিয়ে যাওয়ার
আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার ?
কারো নয় শুধু যে আমার (x2)
কারো নয় শুধু যে আমার ..