Eto Bhalobashi Song Is Sung by Imran Mahmudul Featuring: Keya Payel. Music Composed by Imran And Janina Keno Toke Eto Valobashi Lyrics In Bengali Written by Jamal Hossain.
- Song : Eto Bhalobashi
- Singer : Imran Mahmudul
- Lyrics : Jamal Hossain
- Tune, Music & Programming : Imran
- Additional Programming : Tonmay Mahabubul
- Additional Rthyme: MMP RONY
- Mix & Master : Imran Mahmudul
- Directed by : Saikat Reza
- Dop : Bikash Saha
- Edit & Colour : SM Tushar
- Sponsored by : Fair technology | Hyundai
- Production : SR Film
- Label : Rangon Music
Eto Bhalobashi Song
জানিনা কেন তোকে এতো ভালোবাসি
কত ব্যেথা দিস রে তুই তবু আমি হাসি,
জানিনা কেন তোকে এতো ভালোবাসি
কত ব্যথা দিস রে তুই তবু আমি হাসি,
দিয়ে যা ব্যথা তুই এ বুকে আরও বেশি
বারেবার যেন তোরই কাছে
ছুটে আসি, ভালোবাসি,
জানি না কেন তোকে এতো ভালোবাসি
কত ব্যথা দিস রে তুই তবু আমি হাসি।।
কাটেনা দিন আমার তোকে ছাড়া
তুই বিহনে আমি যে বড়ো দিশেহারা,
কাটেনা দিন আমার তোকে ছাড়া
তুই বিহনে আমি যে বড়ো দিশেহারা,
শুনে যা একবার তোর মাঝে ডুবি-ভাসি
ভুলে যাই সবই দেখে তোর ওই
মুখের হাসি, ভালোবাসি,
জানি না কেন তোকে এতো ভালোবাসি
কত ব্যেথা দিস রে তুই তবু আমি হাসি।।
বোঝেনা মন, আমার ভেবে সারা
দুই নয়নে বহে যে নোনা জলধারা,
বোঝেনা মন, আমার ভেবে সারা
দুই নয়নে বহে যে নোনা জলধারা,
দিয়ে যা ব্যথা তুই এ বুকে আরো বেশি
বারেবার যেন তোরই কাছে
ছুটে আসি, ভালোবাসি,
জানি না কেন তোকে এতো ভালোবাসি
কত ব্যথা দিস রে তুই তবু আমি হাসি,
ও.. হো.. এতো ভালোবাসি।।