Aami Aajkal Bhalo Aachi Song Is Sung by Anupam Roy from Dwitiyo Purush Bengali Album. In 2016 Same Song Is Used Zulfiqar Bengali Movie, Featuring : Dev And Nusrat Jahan. Ami Aajkal Valo Achi Lyrics In Bengali Written by Anupam Roy.
- Song : Aami Aajkal Bhalo Aachi
- Film : Zulfiqar
- Singer, Music Composer & Lyricist : Anupam Roy
- Direction : Srijit Mukherji
- D.O.P : Soumik Haldar
- Presenter : Shrikant Mohta & Mahendra Soni
- Produced by : Shree Venkatesh Films
Aami Aajkal Bhalo Aachi Song Lyrics In Bengali :
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে,
আমি আজকাল ভালো আছি।
পারদের ওঠা-নামা
আমাকে ভাবিয়ে তোলে না আর
ঝিনুকের রঙ চিনে নিতে
শিখে গেছি আমি এবার,
শোনো নতজানু হয়ে কেউ বসে নেই কোথাও
ফিরে গেছি সবকিছু ফেলে,
আর একশো বছর আমি বাঁঁচবোই
পড়ে দেখ, লেখা আছে স্পষ্ট দেয়ালে
এ হে..
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে,
আমি আজকাল ভালো আছি।
একলাফে সিগনাল পেরোতে
পা আঁকড়ে ধরে না
অজস্র কালবৈশাখী আর আছড়ে পড়ে না,
শোনো অভ্যেস বলে কিছু হয় না এ পৃথিবী তে
পালটে ফেলাই বেঁচে থাকা,
আর একশো বছর আমি বাঁঁচবোই
জেনে রাখ, হোক না এ পথ ঘাট ফাঁকা
আ হা..
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে,
আমি আজকাল ভালো আছি।