Abdar Song Is Sung by Imran And Porshi Bangla Song. Music composed by Imran Mahmudul And Bengali Song Lyrics written by Robiul Islam Jibon. Video Song Directed by Chandan Roy Chowdhury.
- Song : Abdar
- Singer : Imran Mahmudul & Sabrina Porshi
- Lyrics : Robiul Islam Jibon
- Tune & Music : Imran Mahmudul
- Dop & Director : Chandan Roy Chowdhury
- Podt Production : Black Cat Studio
- Label : Cd Choice
Abdar Song Lyrics
তুই ছাড়া কেউ বোঝেনা
এই মনের আবদার,
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার।
তোর চোখের ইশারাতে
চাই হারাতে আবার..
তুই ছাড়া কেউ বোঝেনা
এই মনের আবদার,
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার।
স্বপ্ন হয়ে ছুঁয়ে আছিস চোখেরই তারায়,
মনটা পড়ে থাকে শুধু তোরই পাড়ায়।
তোর প্রেমে ডুবে ডুবে আমি একাকার,
যদি চাস দিতে পারি সবকিছু ছাড়।
তোর সাথে আজ হারাতে
নেই কোনো বাধা আর,
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার।
তোর চোখের ইশারাতে চাই
হারাতে আবার..
তুই ছাড়া কেউ বোঝেনা
এই মনের আবদার,
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার।
গল্প লিখি তোকে নিয়ে হৃদয়ে যখন,
বড় সুখী লাগে আমার নিজেকে তখন।
তুই ছাড়া পথ নেই তো পা বাড়াবার
তুই যে আলো আশা বেঁচে থাকবার।
এ আমার সবকিছুর শুধু তুই দাবিদার
তাইতো ছুটে আসি রোজ আমি বারবার,
তোর চোখের ইশারাতে চাই হারাতে আবার।
তুই ছাড়া কেউ বোঝেনা এই মনের আবদার
তাইতো ছুটে আসি রোজ আমি বারবার।