Bishesh Karone Song Is Sung by Tahsan from Kemon Jeno Tumi Bangla Natok Song. Music Composed by Imran Mahmudul. Starring: Apurba And Tanjin Tisha. Bishesh Karone Ami Tomay Valobashi Song Lyrics In Bengali Written by Robiul Islam Jibon.
- Song : Bishesh Karone
- Drama : Kemon Jeno Tumi
- Singer : Tahsan
- Tune & Music : Imran
- Lyrics : Robiul Islam Jibon
- Director : Mehedi Hasan Jony
- Label : Cd Choice
Bishesh Karone Song
কেউ জানে না, কেউ বোঝে না
কোন সে মায়ার টান।
কেউ জানে না, কেউ বোঝে না
এ কোন আহবান।
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।
জুড়ে থাকো সারাক্ষন মন সীমানা
তোমার মাঝে হারাবার খুঁজি বাহানা।
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি ..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।
উড়ে আসে কিছু সুখ রোজ বাতাসে
তুমি নামের অনুভব চেনা আকাশে।
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি ..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।