Hariye Song Is Sung by Jisan Khan Shuvo. Music Arranged by Adib Kabir And Jhore Jaowa Patari Moton Song Lyrics In bengali Written by Jisan Khan Shuvo.
- Song : Hariye
- Vocal, Tune & Lyrics : Jisan Khan Shuvo
- Music arrangement : Adib Kabir
- Direction : Jisan Khan Shuvo and Lubeet Rahman
- DOP : Lubeet Rahman
- Edit : Efty
- Color : Lubeet Rahman
- Production : Wedding Trip
- Post Supervisor : Aseel Rahman
- Label : Blue Tune
Hariye Song Lyrics In Bengali :
ঝরে যাওয়া পাতারই মতন
ঝরে গেছি আজ আমি,
কেন ভালোবাসোনি আমায়
হারিয়ে কোথায় তুমি ?
একলা পথের পথিক হয়ে
হেঁটে চলেছি একা,
আকাশ পানে শুধু তাকিয়ে থাকি
খুঁজে পাই না তোমার দেখা।
ঝরে যাওয়া পাতারই মতন
ঝরে গেছি আজ আমি,
কেন ভালোবাসোনি আমায়
হারিয়ে কোথায় তুমি?
জানি না কি অভিমানে
আমায় ফেলে গেলে,
আমার যত স্বপ্ন ছিলো
এভাবে ভেঙে দিলে।
ঝরে যাওয়া পাতারই মতন
ঝরে গেছি আজ আমি,
কেন ভালোবাসোনি আমায়
হারিয়ে কোথায় তুমি?