Ajogyo Ami Rock Version Lyrics (অযোগ্য আমি) Rupam Islam

96
Ajogyo Ami Rock Version Lyrics

Ajogyo Ami Rock Version Lyrics bengali song is sung by Rupam Islam and song written by Anupam Roy from Ajogyo bengali movie. Starring Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Silajit Majumdar and many more. Cinematography by Prasanta Kumar Sur, Suman Maji, Biswajit Sarkar and Photography by Prasanta Kumar Sur. Ajogyo bengali film directed by Kaushik Ganguly.

  • Song : Ajogyo Ami Rock Version
  • Singer : Rupam Islam
  • Composer and Lyricist : Anupam Roy
  • Song Edit : Pralay Majumder
  • Story, Screenplay and Direction : Kaushik Ganguly
  • Label : Surinder Films Pvt. Ltd

Ajogyo Ami Rock Version Lyrics In Bengali :

আমি বসে থাকি প্রায়
এই সন্ধ্যেবেলায়,
আকাশের গায়ে লেখা  অযোগ্য আমি।
মেনে নিতে শিখে যাই
বয়ে বেড়ানোর দায়,
ঢেকে রাখি ক্ষত দাগ অপরাধ বেনামি।

যত ভাবি ভুলে গেছি
তবু চুপি চুপি খোঁজে সে আমায়,
কত দূরে চলে গেছি
তবু চুপিচুপি খোঁজে সে আমায়।

পরবাসে এ শরীর
ক্ষয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়,
রাশিফলে আঁকা নেই
বেরোনোর উপায়।

সংশয়ে কোনোদিন
নিতে পারেনি বিদায়,
পিঁপড়ের হাঁটা পথ
চেনাবে আমায়।

যত ভাবি ভুলে গেছি
তবু চুপি চুপি খোঁজে সে আমায়,
কত দূরে চলে গেছি
তবু চুপিচুপি খোঁজে সে আমায়।

সাহসী কোনো কথায়
ঠোঁট পুড়ে গিয়েছিলো,
স্মৃতিহীন কোন আলাপে
এ জীবন বেছে নিলো।

প্রতিটা দিন, প্রতিটা রাত
কার ইশারায়,
ভুলেছি শোক, হাজার চোখ
খোঁজে আমায়। (২)

আমি বসে থাকি তাই
এই সন্ধ্যেবেলায়,
আকাশের গায়ে লেখা  অযোগ্য আমি।

যত ভাবি ভুলে গেছি
তবু চুপি চুপি খোঁজে সে আমায়,
কত দূরে চলে গেছি
তবু চুপিচুপি খোঁজে সে আমায়।

Previous articleBrishty Song Lyrics (বৃষ্টি) Avi Kimble – Shubho Shuvendu
Next articleAmi Natun Kore Gorbo Thakur Lyrics In Bengali