Akasher Chand Matir Bukete Song Is Sung by Asha Bhosle From Guru Dakshina Bengali Movie. Featuring : Satabdi Roy And Tapas Paul. Music Composed By Bappi Lahiri ANd Bengali Song Lyrics Written by Bhabesh Kundu. Cover Version Song Is Sung by Keya Majumdar, Somdeep Bhattyacharya And Many Various Artists In Their Own Way.
- Song : Akasher Chand Matir Bukete
- Movie Name : Guru Dakshina (1987)
- Singer : Asha Bhosle
- Music Composer : Bappi Lahiri
- Lyricist : Bhabesh Kundu
- Directed by : Anjan Choudhury
- Label : Bengali Movies – Angel Digital
Akasher Chand Matir Bukete Song Lyrics In Bengali :
আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনা রঙ ধরে,
আমার জীবনে কেন বারে বারে
তোমাকে, তোমাকে, তোমাকে, মনে পড়ে।
লা.. লা.. লা..লা..
কালো মেঘ আজ, আকাশ ছেয়েছে
চাঁদটা গিয়েছে ঢেকে,
দেখা দাও তুমি, হাসি মুখ নিয়ে
আঁধার কালিমা থেকে।
রজনীগন্ধার মধুর সুবাসে
দাওনা এ মন ভরে..
আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনা রঙ ধরে,
আমার জীবনে কেন বারে বারে
তোমাকে, তোমাকে, তোমাকে, মনে পড়ে।
লা.. লা.. লা..লা..
মোর জীবনে দুঃখের ভার
চাইনা তোমায় দিতে উপহার,
তোমার সুরের সাগর কূলে
দু’হাতে দেবো যে অঞ্জলী তুলে।
তোমার স্মৃতিতে এ মন আমার
আছে যে ভরে..
আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনা রং ধরে,
আমার জীবনে কেন বারে বারে
তোমাকে, তোমাকে, তোমাকে, মনে পড়ে।
লা.. লা.. লা..লা..