Jodi Bolo Lyrics from One Bengali Movie. The Song is sung by Arijit Singh. Music composed by Arindom Chatterjee. Starring: Yash Dasgupta And Nusrat Jahan. Jodi Bolo Song Lyrics Written by Prasen.
- Movie Name: ONE
- Song Name: Jadi Bolo
- Singer: Arijit Singh
- Music : Arindom Chatterjee
- Lyrics: Prasen
- Director: Birsa Dasgupta
- Star Cast: Yash Dasgupta, Prosenjit Chatterjee, Nusrat Jahan
- Distributed by: Shree Venkatesh Films
Jodi Bolo Lyrics In Bengali:
যদি বল নদি হবো,
তারা হয়ে জ্বলে যাবো
পাখি হয়ে ধরা দেবো, বসে আছি (x2)
তোমাকে জানাতে, শোনাতে,
বোঝাতে পারাতে,
ভালো হয়, ভালো হয়, মিশে আছি (x2)
তোমাতে ..
ফিরে আসি যেতে যেতে,
তুমি যতবারই দূরে দূরে ঠেলে দিতে চাও
আমি থাকবো দাড়িয়ে,
রেখো হাতটা বাড়িয়ে (x2)
যদি বল ছায়া হয়ে যেতে পারি,
এলোমেলো আলো জ্বেলে দিতে পারি
যত ভালোবাসা ঢেলে দিতে পারি,
বসে আছি,
তোমাকে জানাতে, শোনাতে
বোঝাতে পারাতে,
ভালো হয়, ভালো হয়, মিশে আছি (x2)
তোমাতে ..
কেন যে মন কেমন তোমারই জন্যে হয়,
আমার এসোনা পালিয়ে এখনই ..
যেটুকু মন খারাপ তোমারই জন্যে হয়,
আমার যেটুকু মন ভালো, তোমারই।
যদি বল ছায়া হয়ে যেতে পারি,
এলোমেলো আলো জ্বেলে দিতে পারি,
যত ভালোবাসা ঢেলে দিতে পারি,
বসে আছি।
তোমাকে জানাতে, শোনাতে
বোঝাতে পারাতে,
ভালো হয়, ভালো হয়, মিশে আছি (x2)
তোমাতে ..