Haranor Voy Song Is Sung by Imran Mahmudul from Locdown Love Bangla Natok. Starring: Sayed Zaman Shawon And Mumtaheena Chowdhury Toya. Music Composed by MMP Rony And Kauke Jokhon Onek Apon Mone Hoy Lyrics In Bengali Written by Snashish Ghosh.
- Song : Haranor Bhoy
- Drama : Locdown Love
- Singer : Imran Mahmudul
- Music : MMP Rony
- Direction : Aalok Hasan
- Edit & Color : Rejaul Raju
- Label : Suranjoli
Haranor Voy Song
কাউকে যখন অনেক আপন মনে হয়
আসে তাকে হারিয়ে ফেলার মনে ভয়,
নিজের মানুষ পৃথিবীতে
বলো কি কেউ চায় হারাতে?
তাই তো বেঁধে রাখি তোমায়
এই দু-চোখের সীমানায়।
কাউকে যখন অনেক আপন মনে হয়
আসে তাকে হারিয়ে ফেলার মনে ভয়।।
খুব খেয়ালে রাখি তোমায় সবকিছুরই আগে
ফুলের টোকা যেন তোমার গায়েতে না লাগে।
নিজের মানষ পৃথিবীতে
বলো কি কেউ চায় হারাতে?
তাই তো বেঁধে রাখি তোমায়
এই দুচোখের সীমানায়।
কাউকে যখন অনেক আপন মনে হয়
আসে তাকে হরিয়ে ফেলার মনে ভয়।।
তুমি ছাড়া একেবারে নিঃস্ব যে এই আমি
বেঁচে থেকে কি হবে যদি না থাকো তুমি।
নিজের মানষ পৃথিবীতে
বলো কি কেউ চায় হারাতে?
তাই তো বেঁধে রাখি তোমায়
এই দুচোখের সীমানায়।
কাউকে যখন অনেক আপন মনে হয়
আসে তাকে হরিয়ে ফেলার মনে ভয়।।