Amar Ekta Tomi Hoilo Na Song Lyrics in Bangla Singer By Samz Vai. ( আমার একটা তুমি হইলো না বাংলা নতুন গান লিরিক্স শিল্পী সামজ ভাই ) Amar Ekta Tomi Hoilo Na Song Lyrics And Tune By Samz Vai. Amar Ekta Tomi Hoilo Na Song Direction By Zidan Misbah. Amar Ekta Tomi Hoilo Na Song Cast By Hridoy Ahmed Shanto And Moon & Ripon Khan. Bangla New Song 2020
Song Details :
- Singer : Samz vai
- Lyrics & Tune : Samz Vai
- Music Direction: Samz Vai
- Directed By Zidan Misbah
- Cast: Hridoy Ahmed Shanto, Moon, Ripon Khan
- Label : Samz Vai official
Amar Ekta Tomi Hoilo Na Song Lyrics in Bangla:
আমার একটা মন হারাই গেলে
কে খুজে দেবে তাহারে
এভাবে আর প্রেম হলো না।
কিছু পাওয়ার আগে হারাবার ভয়
লাগে শুধুই সংশয়
আমার এ সভাব গেলো না।
কে বলে তুমি না হইলে
এইভাবে কি জীবন চলে
আমারতো কই খারাপ লাগেনা,
কতজনায় মন হারাইলো
তার বিরহে সুর মিলাইলো
আমি গান গাইতে পারলাম না।
আমার একটা মন হারাই গেলে
কে খুজে দেবে তাহারে
এভাবে আর প্রেম হলো না।
কিছু পাওয়ার আগে হারাবার ভয়
লাগে শুধু সংশয়
আমার এ সভাব গেলো না।
কতজনায় আইলো গেলো
লাইলি মজনু প্রেম শিখাইলো
আমার একটা তুমি হইলা না,
জীবন বন্দি ঘড়ির কাটায়
কেলেংকারের পাতা বুঝাই
আইজ ও আমার দীপ্তি আইলো না,
একলা পাখি উইড়া দেখে কত বাহানা
তাহার লাগলে জোড়া ইচ্ছে ডানায়
আর মেলা হবে না।
আমার একটা মন হারাই গেলে
কে খুজে দেবে তাহারে
এভাবে আর প্রেম হলো না।
কিছু পাওয়ার আগে হারাবার ভয়
লাগে শুধুই সংশয়
আমার এ সভাব গেলো না।
আমার একটা মন হারাই গেলে
কে খুজে দেবে তাহারে
এভাবে আর প্রেম হলো না।
কিছু পাওয়ার আগে হারাবার ভয়
লাগে শুধুই সংশয়
আমার এ সভাব গেলো না।
(আমার একটা তুমি হইলো না)