Rag Kore Thaka Jay Na Lyrics | রাগ করে থাকা যায় না | Mahtim Shakib | Mishu Sabbir | Danger Love Natok | Rag Kore Thaka Jai Na Song Is Sung by Mahtim Sakib. Music Composed by Rezwan Sheikh. Rag Kore Thaka Jay Na Lyrics Written by Snahashish Ghosh.
Rag Kore Thaka Jai Na Lyrics by Mahtim Sakib :
- Song: Rag Kore Thaka Jai Na
- Singer: Mahtim Shakib
- Lyric & Tune: Snahashish Ghosh
- Music: Rezwan Sheikh
- Album: Raag Korey Thaka Jai Na
- Label: Central Music and Video [CMV]
- Released Date: 19-11-2019
- Produced and Distributed by Central Music and Video [CMV]
Rag Kore Thaka Jai Na Song Lyrics In Bengali :
কোন এক পিছুটান
ভেঙ্গে দিলো ব্যবধান
দেখা হয়ে গেলো তাই আবার,
মিলেছি দুটিতে এই আমি কিছুতে
হারাতে দেবো না তোকে আর।
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে।
তোর ওই হাসি দেখে যায়
ভেঙ্গে একে একে সব অভিমানের আয়না,
তুই তো এমন কেও যার
সাথে কখনো রাগ করে থাকা যায় না।
ভালোবাসি বলে প্রতিদিন চলে
তোর মনে আসা আর যাওয়া,
থাকতে যদি চাই সেখানে সবসময়
হবে কি তা খুব বেশি চাওয়া।
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে..
তোর ওই হাসি দেখে যায়
ভেঙ্গে একে একে সব অভিমানের আয়না,
তুই তো এমন কেও যার
সাথে কখনো রাগ করে থাকা যায় না।
মন যখন থাকে ছুঁয়ে কষ্টটাকে
যদি তখন তোর দেখা পাই,
সবকিছু ভুলে প্রিয় সুর তুলে
মনটা ভালো হয়ে যায়।
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে..
তোর ওই হাসি দেখে যায়
ভেঙ্গে একে একে সব অভিমানের আয়না,
তুই তো এমন কেও যার
সাথে কখনো রাগ করে থাকা যায় না।