Amar Garbo Sudhu Ei Lyrics from Apan Por Bengali Movie The song is sung by Asha Bhosle Music composed by Bappi Lahiri Amar Gorbo Shudhu Ei Song Lyrics written by Pulak Bandopadhyay. Starring: Anuradha Roy, Uttam Mohanty, Prosenjit, Juhi Chawala And Others.
- Movie: Apon Por (1992)
- Singer: Asha Bhosle
- Music Director: Bappi Lahiri
- Lyricist: Pulak Bandopadhyay
- Director: Tapan Saha
- Music Label: Angel Digital
Amar Garbo Sudhu Ei Lyrics In Bangla:
আমার গর্ব শুধু এই
কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন, আমি
হাসতে পারি তেমন
সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে
বলি চলি সহজেই
কিছু চেয়েই আমি অনেক পেয়েছি
দুটি হাত বাড়িয়েই।
আমার গর্ব শুধু এই
কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন
আমি হাসতে পারি তেমন।
যেমন চাঁদের আলো,
উত্তাপ নেই কিছু যার,
অথচ আলোয় তার,
সারা ভুবন একাকার (x2)
আমি সেই ভাবে আমার এ হিসাবে
পূর্ণ যে আমাতেই
সব সাধ আশা সব ভালোবাসা
পেয়ে গেছি এখানেই।
আমার গরব শুধু এই
কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন আমি
হাসতে পারি তেমন।
কেমন কে বাসে ভালো,
চোখের জলে বোঝা যায়
আনন্দে সে জল পড়ে,
ঝরে পরে বেদনায় (x2)
সব পারি দিতে এই সুখ দিতে
পারবোনা কিছুতেই
হেরে গিয়ে আমি জিতে গেছি যেন
দুঃখের সুখেতেই।
আমার গর্ব শুধু এই
কেউ আমার চেয়েও সুখী নেই
কাঁদতে পারি যেমন আমি
হাসতে পারি তেমন।
সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে
বলি চলি সহজেই
কিছু চেয়ে আমি অনেক পেয়েছি
দুটি হাত বাড়িয়েই।
আ আ.. ও ও.. আ আ..