Tomake Chuey Dilam Lyrics From Bastushaap Bengali Movie The Song is Sung By Arijit Singh. Music Composed By Indraadip Dasgupta. Starring: Abir Chatterjee, Raima Sen, Parambrata Chattopadhyay.
- Movie – Bastushaap (2016)
- Singer – Arijit Singh
- Music Composer – Indraadip Dasgupta
- Lyrics – Srijato
- Directed by – Kaushik Gaunguly
Tomake Chuye Dilam Lyrics In Bangla:
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেনো যে খুঁজে পেলাম
দিন এখনও রঙ্গীন
এই দিন এখনও রঙ্গীন
তাকে আদরে তুলে রাখলাম
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম,
হারানো খাম..
মন রাখা আছে কোন
ঈশানকোণে বিষন্নতায়
চোখ কাটাকুটি হোক
সহজ খেলার সময় কোথায়
এই নরম অসুখ
হাওয়ায় হাওয়ায় সেরে যাক
ফের সন্ধ্যে নামুক
ব্যাথা তোমায় ছেড়ে যাক
চুপ, মূহুর্ত চুপ
ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেনো যে খুঁজে পেলাম
ঠোঁট লুকিয়েছে চোখ
যে রাস্তা যায় তোমার মনে
চুল বুনেছে আঙ্গুল
রাতের পিঠে তারা গোনে
ও.. কেউ জেনে না দিন
ফিরবে কিনা কোনোদিন
নীল কুয়াশা ঘর
ভুলে যাওয়াই সমিচীন
চুপ, মূহুর্ত চুপ
ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেনো যে খুঁজে পেলাম
দিন এখনও রঙ্গীন
এই দিন এখনও রঙ্গীন
তাকে আদরে তুলে রাখলাম
ও.. আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম,
হারানো খাম..